শেষ আপডেট: 21st July 2023 09:16
দ্য ওয়াল ব্যুরো: ওয়ান ডে বিশ্বকাপের প্রায় আড়াই মাস আগে ভারতকে হুমকি দিয়ে রাখলেন পাকিস্তানের (Pakistan) নামী প্রাক্তন পেসার ওয়াকার ইউনিস (Waqer Younis)। তিনি নিজের দেশের এক নামী সংবাদ মাধ্যমে জানিয়েছেন, এখন পাকিস্তান যা খেলছে তাতে ভারতকে (India) যে কোনও জায়গায় হারাতে পারে।
বিশ্বকাপের আগে ভারত বনাম পাকিস্তান খেলবে এশিয়া কাপের ম্যাচে । অন্তত তিনবার তারা মুখোমুখি হতে পারে যদি তারা ফাইনালে ওঠে। আগামী ২ সেপ্টেম্বর এশিয়া কাপের ম্যাচে শ্রীলঙ্কার কান্ডিতে দুই দলের সাক্ষাৎ ঘটবে। সেই নিয়ে এখন থেকেই ক্রিকেট প্রেমীদের মধ্যে উন্মাদনা তৈরি হয়েছে।
এশিয়া কাপের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে ইউনিস জানান, ভারত ভাল দল হতে পারে। কিন্তু ওদের ধারাবাহিকতার খুব অভাব রয়েছে। যেটা পাক দলে নেই। তারা এখন যে কোনও প্রতিযোগিতা চ্যাম্পিয়ন হতেই নামে।
ওয়াকার নিজে যখন পাক দলের কোচ ছিলেন সেইসময় ভারতকে বড় কোনও আসরে হারাতে পারেনি। কিন্তু বাবর আজমের পাকিস্তান যে ভয়ডরহীন ক্রিকেট খেলছে সেটা জানান নামী কিংবদন্তি পেসার।
কিংবদন্তি কর্তা অঞ্জন মিত্র স্মরণে ময়দানে রক্তদান ও বাগানে নতুন মিডিয়া সেন্টার