শেষ আপডেট: 1st November 2024 19:51
দ্য ওয়াল ব্যুরো: গত রবিবার কলকাতায় এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপি সূত্রে দাবি করা হয়েছিল, আরজি করের নির্যাতিতার মা-বাবার সঙ্গে দেখা করবেন শাহ। কিন্তু দেখা হয়নি। নির্দিষ্ট কর্মসূচি সেরে ওই দিন সন্ধের বিমানে দিল্লি ফিরে গিয়েছিলেন অমিত।
এবার এ ব্যাপারে মুখ খুললেন নির্যাতিতার মা-বাবা। নির্যাতিতা ডাক্তারি ছাত্রীর বাবা বলেন, "দেখা করতে চেয়ে চিঠি দিয়েছিলাম। উনি দেখা করবেন বলে বলাও হয়েছিল। একটা আশাও তৈরি হয়েছিল। কিন্তু দেখা হয়নি, ভবিষ্যতে হয়তো যোগাযোগ করবেন।"
এও বলেন, "আমাদের তো অন্য কোনও দাবি নেই। আমরা শুধু আমার মেয়ের বিচার চাই। দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারলে হয়তো মনের জোর বাড়ত। মনের কিছুটা শান্তি হত।"
নির্যাতিতার মা বলেন, "সেদিন অমিত শাহ না আসতে পারলেও অগ্নিমিত্রা পল, কৌস্তভ বাগচী সহ বিজেপির অনেকেই এসেছিলেন। ওরা আশ্বস্ত করছেন। তবে যতক্ষণ মেয়েটার বিচার না হচ্ছে, আমরা নিশ্চিত হতে পারছি না।"
প্রসঙ্গত, ৯ অগস্ট থেকে ১ নভেম্বর। দেখতে দেখতে ৮৪ দিন পার! আরজি করে ডাক্তারি ছাত্রী ধর্ষণ-খুনের ঘটনায় সঞ্জয় রায় ছাড়া দ্বিতীয় কোনও গ্রেফতারি না হওয়ার ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়ে এদিন ফের অসন্তোষ প্রকাশ করেছেন জুনিয়র চিকিৎসকরা। ফের বৃহত্তর আন্দোলন সংগঠিত করার হুঁশিয়ারিও দিয়েছেন।
এর আগে শাহকে চিঠি দিয়ে নির্যাতিতার বাবা জানিয়েছিলেন, অত্যন্ত মানসিক যন্ত্রণায় ভুগছেন তাঁরা। সে কারণেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে চান। প্রয়োজনে যে কোনও জায়গায় যেতে প্রস্তুত তাঁরা। পরিষ্কার জানিয়েছিলেন, 'মেয়ের উপর নারকীয় অত্যাচার ও মর্মান্তিক পরিণতির কারণে অত্যন্ত মানসিক যন্ত্রণায় রয়েছি। আমাদের অসহায় লাগছে।'
আগামী দিনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দফতরের তরফে নির্যাতিতার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয় কিনা, সেটাই দেখার।