শেষ আপডেট: 19th October 2024 00:17
দ্য ওয়াল ব্যুরো: কলকাতার রাজপথ থেকে পুরুলিয়ার প্রত্যন্ত গ্রাম। দুর্গা পুজোয় দুঃস্থদের মুখে হাসি ফোটাতে নতুন বস্ত্র নিয়ে পৌঁছে গিয়েছিল ওরা।
এবার দুয়ারে শীত। তার আগে দীপাবলি এবং জগদ্ধাত্রী পুজো উপলক্ষ্যে কলকাতা-সহ জেলায় জেলায় দুঃস্থ মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়ার উদ্যোগ নিল শারদীয়া চ্যারিটেবল ট্রাস্ট।
সমাজসেবা মূলক এই সংস্থার কর্মীরা প্রতি বছরের মতো এবারেও ১৫ অগস্ট থেকে নতুন জামাকাপড় ঝোলাবন্দি করে পুরুলিয়া, মেদিনীপুর-সহ রাজ্যের পিছিয়ে পড়া জেলাগুলির প্রত্যন্ত গ্রামে পৌঁছে অবহেলিত, অভাবী মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। প্রায় ১২০০ মানুষের হাতে তুলে দিয়েছেন পুজোর নতুন পোশাক। দুর্গাপুজোর ষষ্ঠী পর্যন্ত চলে এই উপহার বিলি।
মাঝের কয়েকদিনের বিরতির পর ফের ট্রেনে, বাসে চড়ে দুঃস্থদের কাছে পৌঁছে যাচ্ছেন তাঁরা। শীতের আগে শীতবস্ত্র তুলে দিতে হবে যে!