শেষ আপডেট: 18th August 2022 16:35
দ্য ওয়াল ব্যুরো: জনসংখ্যা বাড়াতে হবে। দশ দশটা বাচ্চার মা হতে পারলেই জ্যাকপট (Mother Heroine)। একেবারে হাতে হাতে লাখ লাখ টাকা দেবে সরকার। এমনই শর্ত করেছে এই দেশের সরকার।
এখন প্রশ্ন উঠবে এমন আজব নিয়ম চালু হচ্ছে কোথায়! রাশিয়ায় এমন নিয়ম চালু করতে চলেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ১০ ও তারও বেশি সন্তান ধারণের জন্য মহিলাদের টাকা দেওয়ার ঘোষণা করেছেন রুশ প্রেসিডেন্ট। তবে একটি শর্ত বেঁধে দিয়েছেন তিনি। কোনও মহিলার দশ নম্বর সন্তানের যখন প্রথম জন্মদিন হবে এবং সে সময় যদি বাকি নয় সন্তান জীবিত থাকে, তবেই সরকারের থেকে ১ মিলিয়ন রুবেল (রাশিয়ার মুদ্রা), যা ভারতীয় মুদ্রায় ১৩ লক্ষ টাকা পাবেন এক জন মহিলা। জনসংখ্যা বাড়াতে এই বিশেষ প্রকল্পের নাম ‘মাদার হিরোইন’ (Mother Heroine)।
রাশিয়ার রাজনীতি ও নিরাপত্তা বিশেষজ্ঞ ডঃ জেনি ম্যাথার্স জানিয়েছেন, দেশের জনসংখ্যা বাড়াতেই এই বিশেষ প্রকল্পের ঘোষণা করেছেন পুতিন। জেনি বলেছেন, ‘‘দশ বা তার বেশি সন্তান হলে মহিলাদের জন্য এই পুরষ্কারের চল সোভিয়েত যুগের। একে মাদার হিরোইন বলা হয়। রাশিয়ার জনসংখ্যা সঙ্কট দূর করতেই এই চেষ্টা করা হচ্ছে (Mother Heroine)।"
১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর এটি বন্ধ হয়ে গিয়েছিল। জনসংখ্যা বাড়াতে গত ১৬ অগস্ট আবার এই আর্থিক পুরস্কার ঘোষণা করেছেন পুতিন। এর মূল কারণ ইউক্রেন যুদ্ধে ব্যাপক প্রাণহানি। তবে রাশিয়ার এই পদক্ষেপে বিরাট ধরনের ঝুঁকি রয়েছে বলে অনেকেই মনে করছেন। মার্থার বলেন, নয়ের দশক থেকেই রাশিয়া জনসংখ্যাজনিত সমস্যায় ভুগছে। তা হলেও বলতে হবে, এই পদক্ষেপ খুবই দুঃসাহসিক।
চাহাল-ধনশ্রী সম্পর্ক শেষের পথে? ইনস্টাগ্রাম থেকে পদবীই সরিয়ে নিলেন যজুবেন্দ্র-পত্নী