শেষ আপডেট: 2nd July 2021 08:24
গেঞ্জি পরে, ফেসপ্যাক মেখেই ভার্চুয়াল শুনানিতে আইনজীবীরা, ড্রেস কোড বেঁধে দিল এলাহাবাদ হাইকোর্ট
দ্য ওয়াল ব্যুরো: কোভিডকালে চারিদিকে নিউ নর্মালের ছড়াছড়ি। মাস্ক, স্যানিটাইজার, ভার্চুয়াল মিটিং সবই গা সওয়া হয়ে এসেছে। কিন্তু প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে নিউ নর্মালেরও আনা দরকার নিয়মকানুন। তেমনটাই ইঙ্গিত মিলল এলাহাবাদ হাইকোর্টের নির্দেশে। অতিমারী আবহে অনলাইনেই হয় কোর্টকাছাড়ির কাজকর্ম। কিন্তু ভার্চুয়াল বলেই তো আর রীতিনীতিকে ভুলে যাওয়া যায় না। তাই এবার থেকে ভার্চুয়াল কোর্টে উপস্থিত হতে গেলে আইনজীবীদের মানতে হবে নির্দিষ্ট ড্রেস কোড, জানিয়ে দিলেন এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি। কেন হঠাৎ এমন নিদান? কারণ ভার্চুয়াল শুনানিতে ইতিমধ্যেই বেশ কিছু 'উদ্ভট' উপস্থিতি দেখা গেছে আইনজীবীদের। কারও মুখে ফেসপ্যাক, কেউ স্কুটার চালাচ্ছেন, কেউ বা বিছানায় শুয়ে শুয়েই অনলাইনের ভিডিও কনফারেন্সে যোগ দিয়েছেন। গায়ে তাঁদের রঙবেরঙের জামাকাপড়। বেশ কিছু দিন ধরে এই পর্যবেক্ষণের পর তাই এলাহাবাদ হাইকোর্ট ঠিক করেছে, এবার থেকে নির্দিষ্ট ড্রেস কোড মেনে চলতে হবে কর্মচারীদের। এদিন এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি সৌরভ শ্যাম শামসেরি বলেছেন, ভার্চুয়াল শুনানিতে থাকতে হলে উকিলদের পরিষ্কার সাদা শার্ট বা সাদা শাড়ি/ সালোয়ার কামিজ পরতে হবে। তার সঙ্গে থাকবে সাদা নেক ব্যান্ড (গলাবন্ধ)। তিনি আরও বলেছেন, আইনজীবীদের এটা বোঝা দরকার যে যখন তাঁরা বাড়ি থেকে ভার্চুয়াল শুনানিতে হাজির হচ্ছেন তখন সেটা একটা বর্ধিত কোর্ট রুম ছাড়া আর কিছুই নয়। সুপ্রিম কোর্টেও ভার্চুয়াল মাধ্যমে আইনজীবীদের অত্যন্ত দায়সারা এবং ঢিলেঢালা উপস্থিতি দেখা গেছে। এমনকি গেঞ্জি পরেও শুনানিতে হাজির হয়েছেন কেউ কেউ, যা একেবারেই কাম্য নয়। হয়তো কেউ পুজো করছেন, কেউ স্কুটার চালাচ্ছেন, কেউ রাস্তায় হাঁটছেন, কেউ বাজার করতে গেছেন চারপাশে খুব আওয়াজ হচ্ছে- এমন একাধিক পরিস্থিতি তৈরি হয়েছে ভার্চুয়াল শুনানিতে। অডিও ভিডিও অন রেখেই কোর্টের কাজে মন না দিয়ে কেউ কেউ অন্য কাজে ব্যস্ত থেকেছেন। এসবের বিরুদ্ধে কড়া হচ্ছে এলাহাবাদ হাইকোর্ট। এমনিতে আইনজীবীদের কোর্টে যেতে হয় সাদা পোশাকের উপর কালো কোট বা গাউন পরে। ভার্চুয়াল মাধ্যমে তা থেকে রেহাই দেওয়া হয়েছিল। বলা হয়েছিল কালো কোট বাড়িতে আর পরার দরকার নেই। কিন্তু দিন দিন যে ছবি দেখা যাচ্ছে তাতে কিছু বিধিনিষেধ আরোপ করা প্রয়োজন বলে মনে করা হয়েছে। কালো কোট পরতে না হলেও সাদা পোশাক বাধ্যতামূলক করা হচ্ছে। শুধু আইনজীবীদের পোশাক নয়, উচ্চ আদালতের তরফে বলা হয়েছে ভদ্রস্থ ব্যাকগ্রাউন্ড রাখতে হবে ভার্চুয়াল শুনানিতে যোগ দেওয়ার সময়। অর্থাৎ ভিডিও চলাকালীন আশপাশের অবস্থা যেন গোলমেলে না থাকে। কোর্টের কাজে মন দিতেও বলা হয়েছে উকিলদের। আগামী ২৮ তারিখ এই বিষয়টি আবার শোনা হবে হাইকোর্টে।