শেষ আপডেট: 22nd September 2023 10:54
দ্য ওয়াল ব্যুরো: বিরাট কোহলি (Virat Kohli) কিংবা রোহিত শর্মারা যত চেষ্টাই করুক না কেন, শচীন (Sachin) তেন্ডুলকার বা সৌরভ (Sourav) গঙ্গোপাধ্যায় হতে পারবে না।
আগে দেখা যেত শচীন বা সৌরভরা ব্যাটিংয়ের পাশে বোলিংটাও সমানভাবে করতেন। তাতে দলও উপকৃত হতো। কিন্তু এখন ভারতের সেরা ব্যাটিং তারকারা বোলিং করতে চান না। এই নিয়ে সম্প্রতি একটা সাক্ষাৎকারে ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় বলেছেন, একটা দল ততটাই ভাল হয় যে দলে বেশি অলরাউন্ডার থাকে। বর্তমান ভারতীয় দলে অলরাউন্ডার বেশি নেই। রবীন্দ্র জাদেজা কিংবা অক্ষর প্যাটেলরা হাতে গোনা কয়েকজন রয়েছেন। আগে এই সংখ্যাটাই অনেক বেশি ছিল। সেই সুবিধে পেত দলগুলি।
সৌরভ বা শচীনরা বল হাতে অনেক উইকেট নিয়েছেন। শচীনের ওয়ান ডে তে উইকেট দুশোর কাছাকাছি। সৌরভের উইকেট সংখ্যা ১০০ টি। যুবরাজের ১১১টি উইকেট ওয়ান ডে ক্রিকেটে। তাঁরা পার্টটাইম বোলার হিসেবে সুফল আদায় করতেন ম্যাচে।
রোহিত বা কোহলিরা আগে বোলিং করলেও এখন আর করেন না। এর কারণ হিসেবে দ্রাবিড় ক্রিকেটের নিয়মকে দোষ দিয়েছেন। ভারতের কোচের মতে, আগে ৩০ গজ বৃত্তের মধ্যে চার জন ফিল্ডার থাকত। এখন ৫ জন থাকে। তাই অনিয়মিত বোলাররা ঝুঁকি নিতে চান না। এই কারণে রোহিত ও কোহলির মতো তারকারা বোলিং করছেন না।
এমনকী সূর্যকুমার যাদব বা শিখর ধাওয়ানরা আগে বোলিং করলেও বোলিং অ্যাকশনে বিতর্ক ওঠায় বোলিং করতে চান না। আইপিএলে রোহিতের হ্যাটট্রিকও ছিল। সূর্যকে বেশ কয়েকদিন ভুগতে হয়েছে বোলিং অ্যাকশন সমস্যার জন্য।
নাসিম ছিটকে গেলেন বিশ্বকাপ থেকে, বড় ধাক্কা পাকিস্তানের! ১৫ জনের দল ঘোষণা