শেষ আপডেট: 30th October 2022 15:43
দ্য ওয়াল ব্যুরো: নায়ক থেকে খলনায়ক! চলতি টি২০ বিশ্বকাপে (T20 World Cup 2022) বিরাট ফিরে পেয়েছিলেন তাঁর পুরনো ফর্ম। নেদারল্যান্ড ম্যাচে রানে ফিরেছিলেন অধিনায়ক রোহিত শর্মাও। কিন্তু এক ম্যাচেই পাল্টে দিল সব সংজ্ঞা। এদিন দুই তারকাই রান পাননি। সেখানেই শেষ নয়, হতাশ করেছেন ফিল্ডিংয়েও। সহজ ক্যাচ মিস করেছেন বিরাট। রান আউট করতে পারলেন না রোহিত (Virat Kohli-Rohit Sharma)। এই দুই সুযোগ হয়তো বদলে দিতে পারত ম্যাচের চিত্রনাট্য!
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারত হারলেও টি২০ বিশ্বকাপে মাইলফলক স্পর্শ করলেন বিরাট-রোহিত। টি২০ বিশ্বকাপে ১০০ রানের গণ্ডি পেরোলেন কিং কোহলি। তাঁর এদিনের ১২ রানের ইনিংসের ফলে বিরাটের সংগ্রহ রান হল ১০০১। সামনে শুধু শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক মাহেলা জয়বর্ধনে (১০১৬)। সেই রেকর্ড ভাঙতে কোহলিকে করতে হবে আর মাত্র ১৬ রান।
বিরাটের পাশাপাশি টি২০ বিশ্বকাপে এক অন্য মাইলস্টোন ছুঁলেন রোহিত। ২০০৭ সাল থেকে এখনও পর্যন্ত সর্বোচ্চ টি২০ বিশ্বকাপ ম্যাচ খেলার রেকর্ড গড়লেন তিনি। শ্রীলঙ্কার ওপেনার তিলরত্নে দিলশানের ৩৫ ম্যাচের রেকর্ড ভাঙলেন ভারতীয় অধিনায়ক।
এতকিছুর পরেও ম্যাচ না জেতার আফসোস থেকেই যাচ্ছে। অ্যাডেন মারক্রাম ও ডেভিড মিলারের ঝড়ে উড়ে গেলেন রোহিতরা। ৫২ রানের ঝকঝকে ইনিংস খেলেন মাক্রাম। কিন্তু সেই মাক্রামকে আউট করার দুটি সুযোগ নষ্ট করেন বিরাট-রোহিত। বিরাট ফেলেন ক্যাচ, রোহিত মিস করেন সহজ রান আউট।