শেষ আপডেট: 13th January 2025 10:27
দ্য ওয়াল ব্যুরো: তিলকে তালে পরিণত করা যাকে বলা! ১০ টাকা নিয়ে গোলমাল! তা থেকে শুরু হওয়া বচসা গড়াল মারপিটে। অবসরপ্রাপ্ত আইএএস অফিসারকে পেটানোর অভিযোগ উঠল বাস কন্ডাক্টরের বিরুদ্ধে।
ঘটনাটি জয়পুরের। ইতিমধ্যে ভাইরাল ভিডিও। যার ভিত্তিতে অভিযুক্ত কন্ডাক্টরকে সাসপেন্ড করেছে জয়পুর সিটি ট্রান্সপোর্ট সার্ভিসেস লিমিটেড।
পুলিশ সূত্রের খবর, অবসরপ্রাপ্ত আমলা আরএল মীনার অভিযোগর ভিত্তিতে অভিযুক্ত বাস কন্ডাক্টর ঘনশ্যাম শর্মার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।
राजधानी मे #कंडक्टर ने #रिटायर्ड_IAS_अधिकारी के साथ की #मारपीट
— एक नजर (@1K_Nazar) January 11, 2025
ऐसे लोगो को प्रशासन, कानून के होने का अहसास करवाये!
ये वीडियो #जयपुर_शहर का बताया जा रहा है मामला कुछ भी हो लेकिन एक #बुजुर्ग_व्यक्ति के साथ इस तरह का व्यवहार बिल्कुल उचित नही था इस पर #तुरंत_संज्ञान_लेना_चाहिए। pic.twitter.com/3AjzcDyWR5
জানা যাচ্ছে, আগ্রা রোডের কানোটা বাসস্ট্যান্ডে নেমে যাওয়ার কথা ছিল ওই আমলার। কন্ডাক্টরকে তিনি সেকথা বলেওছিলেন। কিন্তু সেখানে না নামিয়ে কন্ডাক্টর তাকে নায়লার পরবর্তী স্টপে নামায়। অতিরিক্ত ১০ টাকা ভাড়াও চায়।
অতিরিক্ত ভা্ড়া দিতে অস্বীকার করেন অবসরপ্রাপ্ত আমলা।
এরপরই বচসা। তা থেকে মারধর। রীতিমতো থাপ্পড় মারতে মারতে বাস থেকে নামিয়ে দেওয়া হয়। পরে এবিষয়ে কানোটা স্টেশন হাউস অফিসারের (এসএইচও) কাছে জানান ওই আমলা। তারই ভিত্তিতে অভিযুক্ত কন্টাক্টরকে সাসপেন্ড করেছে জয়পুর সিটি ট্রান্সপোর্ট সার্ভিসেস লিমিটেড।