শেষ আপডেট: 12th January 2022 08:52
দ্য ওয়াল ব্যুরো: চুলে থুতু দিয়ে হেয়ার স্টাইল করছিলেন জাভেদ হাবিব। তা নিয়ে কম শোরগোল হয়নি। এবার ফের থুতু কাণ্ড উত্তরপ্রদেশে। রুটির জন্য আটা মাখতে গিয়ে থুতু ছেটালেন এক দোকানের কর্মী! ইন্টারনেটে ছড়িয়েও পড়ল সেই ভিডিও। দেখেই গা গুলিয়ে উঠছে নেটিজেনদের। কী আছে সেই ভিডিওতে? জানা গেছে ঘটনাটি উত্তরপ্রদেশের লখনউয়ের কাছে অবস্থিত কাকোরির। সেখানে এক খাবারের দোকানে দোকানদারের এই কীর্তি ধরা পড়েছে ক্যামেরায়। দোকানের ওই কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সঙ্গে শ্রীঘরে গেছেন ওই দোকানের আরও পাঁচ জন। ভিডিওতে তাঁদের সকলকেই দেখা গেছে। একজন আটা মাখার মধ্যে থুতু ছেটাচ্ছিলেন, আর বাকিরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখছিলেন। ধৃতদের নাম দানিশ, হাফিজ, ফিরোজ, আনওয়ার এবং মুখতার। https://twitter.com/WalterAdeeb/status/1480967575903240192?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1480967575903240192%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.india.com%2Fviral%2Fviral-video-eatery-cook-caught-spitting-dough-making-rotis-in-ups-kakori-arrested-watch-5182237%2F https://twitter.com/Delete_RHood/status/1480975688370847747?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1480975688370847747%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.india.com%2Fviral%2Fviral-video-eatery-cook-caught-spitting-dough-making-rotis-in-ups-kakori-arrested-watch-5182237%2F ওই দোকানের মালিক ইয়াকুবকেও গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন কাকোরি থানার অ্যাসিস্টান্ট পুলিশ অফিসার। ২২ সেকেন্ডের ওই ভিডিও ক্লিপটিতে দেখা গেছে রুটি করার জন্য আটা মাখা হচ্ছে। যিনি আটা মাখছেন তিনি তার মধ্যে নিজের মুখের থুতু লাগাচ্ছেন। আশপাশে রয়েছেন দোকানের আরও অন্যান্য কর্মী। ভিডিও দেখে রে রে করে উঠেছেন নেটিজেনরা। ওই দোকানের খাবার যাঁরা খেয়েছেন তাঁরাও সরব হয়েছেন। এই ধরণের খাবার খেয়ে অসুখ ছড়াবে, সেই আশঙ্কাই প্রকাশ করেছেন সকলে। ঘটনার তদন্ত শুরু করেছে কাকোরি থানার পুলিশ। সত্যিই খাবারে থুতু দেওয়া হয়েছিল কিনা খতিয়ে দেখা হচ্ছে।