শেষ আপডেট: 1st June 2023 06:53
সাপের সঙ্গে প্রি ওয়েডিং ভিডিও! যুগলের কাণ্ড দেখে শিউরে উঠল নেটপাড়া
দ্য ওয়াল ব্যুরো: বিয়ে মানেই সেই বিয়ের স্মৃতি সারাজীবন সঙ্গে রাখতে প্রি ওয়েডিং ছবি এবং ভিডিও বর্তমানে অত্যন্ত জনপ্রিয় এক ট্রেন্ড। নিজেদের প্রি ওয়েডিং ভিডিও যেন সকলের থেকে আলাদা হয়, এমন চাহিদাও থাকে অনেক যুগলের। সেই মতো ছবির নানা অভিনব থিম মাথা থেকে বের করেন চিত্রগ্রাহকরা।
তবে, সাপ নিয়ে প্রি ওয়েডিং! এমন দুঃসাহসী থিম সম্ভবত এর আগে কারও মাথাতেই আসেনি। একটি সাপকে মধ্যমণি করে তাকে নিয়েই বানানো হয়েছে এক যুগলের প্রি ওয়েডিং ছবির সিরিজ। আর এই সিরিজ দেখেই তোলপাড় সোশ্যাল মিডিয়া।
https://twitter.com/oyevivekk/status/1662463677453447171?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1662463677453447171%7Ctwgr%5E9f6fc532e347d596118748c64df17d062cba6ed5%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.indiatoday.in%2F
বিবেক নামে এক চিত্রগ্রাহক টুইটারে পোস্ট করেছেন এই অভিনব প্রি ওয়েডিং ছবিগুলি। গোটা সিরিজের মধ্যে দিয়ে যেন সাপের মাধ্যমে কীভাবে প্রেম হল যুগলের সেই গল্পই বলতে চেয়েছেন তিনি।
সিরিজে দেখা যাচ্ছে এক যুবতী বাড়ি থেকে বেরিয়ে বাগানের দিকে আসছেন। সেখানে হঠাৎই একটি সাপ দেখতে পেলেন তিনি। এরপর তিনি ফোন করলেন বনদফতরে। এরপর স্কুটিতে চড়ে দুই যুবক এলেন যুবতীর বাড়িতে। সাপটিকে উদ্ধার করা হল। যাওয়ার সময়ে ফোন করার ইশারা করলেন সেই যুবক। এরপর জমে উঠল দু'জনের প্রেম।
সাপটিকে ঘিরেই প্রেম হল ওই যুগলের এমন বার্তাই যেন দিতে চেয়েছেন সেই চিত্রগ্রাহক। সেই কারণেই সিরিজের শেষ ছবিতে দেখা যাচ্ছে দু'জনে হাত ধরে হেঁটে যাচ্ছেন, আর সেই দৃশ্যের সাক্ষী সেই উদ্ধার হওয়া সাপটি।