শেষ আপডেট: 10th September 2021 15:06
দ্য ওয়াল ব্যুরো: বর্ষার মরশুমে ভাইরাস ও ব্যাকটেরিয়া ঘটিত রোগের প্রকোপ বেড়েছে (Viral Fever)। আক্রান্ত হচ্ছে শিশুরা। একদিকে করোনার মধ্যেই ভাইরাল জ্বর, ইনফ্লুয়েঞ্জা (Influena) হানা দিচ্ছে ঘরে ঘরে, অন্যদিকে পাল্লা দিয়ে বাড়ছে মশাবাহিত রোগ যেমন ডেঙ্গি, (Dengue) ম্যালেরিয়া (Malaria)। সেই সঙ্গে আবার স্ক্রাব টাইফাসের উপদ্রবও বেড়েছে। পোকায় কাটা জ্বরে ভুগছে শিশুরা। সব থেকে বড় কথা হল কোন রোগের কী লক্ষণ তাই ধরা যাচ্ছে না। জ্বর হলেই তা ভাইরাল ফিভার, নাকি ডেঙ্গি, ম্যালেরিয়া, টাইফয়েড তা বুঝতে সময় লেগে যাচ্ছে। ট্রিটমেন্টেও অনেক দেরি হচ্ছে। উত্তরপ্রদেশে যেমন ডেঙ্গির প্রকোপ বেড়েছে। বিহার, নয়ডা, দিল্লিতে ইনফ্লুয়েঞ্জা আক্রান্তের সংখ্যা বাড়ছে। সেই সঙ্গেই টাইফয়েড, সোয়াইন ফ্লুয়ের প্রকোপ বেড়েছে। এক নজরে দেখে নেওয়া যাক কোন রাজ্যে কী অসুখ হচ্ছে উত্তরপ্রদেশ—ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) সতর্ক করেছে ডেঙ্গু ভাইরাসের ডি২ স্ট্রেন ছড়িয়েছে উত্তরপ্রদেশে। ডক্টর বলরাম ভার্গব বলছেন, ডেঙ্গু ভাইরাসের এই প্রজাতির সংক্রমণ হলে রক্তে প্লেটলেট বা অনুচক্রিকা সাঙ্ঘাতিকভাবে কমে যায়। শিশুরা আক্রান্ত হলে বিপদের ঝুঁকি বেশি। তাছাড়া স্ক্রাব টাইফাসের কারণেও জ্বর হতে দেখা যাচ্ছে শিশুদের। বিহার--ভাইরাল জ্বর ও ইনফ্লুয়েঞ্জার প্রকোপ বেশি বিহারে। ৩০ জন সংক্রমিতের খোঁজ মিলেছে। গোপালগঞ্জে দুজনের মৃত্যুর খবর মিলেছে। নালন্দা মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন ১৩ জন। বিহারের স্বাস্থ্য দফতর জানাচ্ছে, অন্যান্য বছরের তুলনায় এ বছরে রাজ্যে ভাইরাল জ্বরের প্রভাব প্রায় ২০ শতাংশ বেশি। দিল্লি—এইচ১এন১ ইনফ্লুয়েঞ্জা ও ম্যালেরিয়ার প্রকোপ মারাত্মক দিল্লিতে। বাচ্চাদের মধ্যে সর্দি-কাশি, জ্বর, পেট খারাপ, শ্বাসের সমস্যা দেখা দিচ্ছে। দিল্লির চিকিৎসকরা বলছেন, ২-৭ বছর বয়সীদের মধ্যে ইনফ্লুয়েঞ্জা, খাদ্যনালী ও শ্বাসনালীর সংক্রমণ বেশি দেখা দিচ্ছে। নয়ডা—এইচ৩এন২ সোয়াইন ফ্লুয়ের প্রভাব বেশি নয়ডায়। তাছাড়া সর্দি-কাশি, ভাইরাল জ্বরে আক্রান্ত হচ্ছে শিশুরা।