শেষ আপডেট: 9th September 2024 17:58
দ্য ওয়াল ব্যুরো: আরজি করের ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করে রবিবার তৃণমূল ছেড়েছেন দলের রাজ্যসভার সাংসদ জহর সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে জহর এও জানিয়ে দিয়েছেন, তিনি রাজ্যসভার সদস্য পদও ছেড়ে দেবেন।
সোমবার সেই জহর সরকার সংবাদমাধ্যমে দেওয়া একটি সাক্ষাৎকারে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সম্পর্কে তাৎপর্যপূর্ণ কথা বললেন। এমন সময়ে জহরবাবু এ কথা বলেছেন, যখন বিনীত গোয়েলের ইস্তফা চেয়ে লালবাজার অভিযান করেছে সিপিএম।
জহর সরকার এদিন বলেন, “বিনীত ভাল ছেলে, ছেলেই বলছি... ও আমার থেকে অনেক ছোট। আপরাইট অফিসার। ওঁর কমিউনিকেশনে একটু অসুবিধা রয়েছে।”
জহর সরকার আরও বলেন, আমি বিনীতকে আড়াল করছি বা ওঁর বিরুদ্ধে আক্রমণাত্মকও হচ্ছি না। তবে হ্যাঁ আরজি করের ঘটনাটা আরও শক্ত হাতে ও হ্যান্ডেল করতে পারত। যেখানে অপরাধের ঘটনা ঘটেছে, অর্থাৎ ক্রাইম সিনে যারা রায়বাহাদুরি করে বেড়াচ্ছিল, তাতে ওখান থেকে সরিয়ে দেওয়া উচিত ছিল।
বিনীত গোয়েলকে যে এখনই কলকাতার পুলিশ কমিশনার পদ থেকে সরানো হচ্ছে না তা এদিন আবার স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, পুলিশ কমিশনারের পদ থেকে সরে যাওয়ার ব্যাপারে ইচ্ছা প্রকাশ করে বিনীত গোয়েল তাঁর সঙ্গে বেশ কয়েক বার দেখা করেছেন। কিন্তু তিনিই তাঁকে সরাননি। কারণ, পুজো আসছে। আইনশৃঙ্খলার ব্যাপারটা যিনি ভাল বোঝেন তাঁকে থাকতে হবে। কোথায় কী পুলিশ পোস্টিং রয়েছে, কোথায় কোন পুজো আছে, সেটা তো জানতে হবে। কিছুদিন ধৈর্য্য ধরলে কী মহাভারত অশুদ্ধ হয়?
কলকাতার পুলিশ কমিশনার পদে বিনীত গোয়েল দায়িত্ব পেয়েছিলেন ২০২২ সালের ১ জানুয়ারি। সাধারণত তিন বছরের বেশি কাউকে কলকাতার পুলিশ কমিশনার পদে রাখা হয় না। অর্থাৎ এমনিতেই তিন মাসের মধ্যে বিনীতকে সরিয়ে নতুন পুলিশ কমিশনার নিয়োগ করার কথা। সেই কারণেই সম্ভবত ধৈর্য্য ধরতে বলেছেন মুখ্যমন্ত্রী।