শেষ আপডেট: 6th September 2024 18:54
সিবিআই তাঁকে গ্রেফতার করার পরেই ক্যানিং-২ ব্লকের নারায়ণপুর গ্রামপঞ্চায়েত এলাকায় চোখ জুড়ানো সবুজে ঘেরা 'সঙ্গীতা-সন্দীপ ভিলা' নিয়ে কৌতুহল বাড়ছিল এলাকায়। যে সন্দীপ ঘোষকে নিয়ে গত কয়েকদিন আলোড়িত হচ্ছে রাজ্য রাজনীতি, এই বাড়িটি যে তাঁরই, তা স্পষ্ট হতেই 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগানে মুখর হল এলাকা। সন্দীপ ঘোষের শাস্তির দাবিতে ক্ষোভে ফেটে পড়লেন এলাকার মানুষ।
সন্দীপ ঘোষের পিএ হিসেবে নিজের পরিচয় দেওয়া প্রসূন চট্টোপাধ্যায়কে শুক্রবার সুভাষগ্রামের বাড়ি থেকে গ্রেফতার করে ইডি। তারপরেই তাঁকে নিয়ে সোজা ক্যানিংয়ে সন্দীপ ঘোষের বাগানবাড়িতে পৌঁছে যান ইডি অফিসাররা। আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের পরে সেমিনার হলের একটি ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিওর সত্যতা অবশ্য দ্য ওয়াল যাচাই করেনি। এই ভিডিওতে সেমিনার হলে উপস্থিত অন্যদের সঙ্গে প্রসূনকেও দেখা গিয়েছিল বলে দাবি। জানা গেছে সন্দীপ ঘোষ আরজি করের অধ্যক্ষ হওয়ার পরে প্রসূনকে প্রায়ই তাঁর সঙ্গে দেখা যেত।
শুক্রবারই প্রথম ক্যানিংয়ে সন্দীপ ঘোষের বিশাল বাংলো খবরের শিরোনাম হয়। ক্যানিং-২ ব্লকের নারায়ণপুর গ্রামপঞ্চায়েত এলাকায় রয়েছে চোখ জুড়ানো সবুজে ঘেরা 'সঙ্গীতা-সন্দীপ ভিলা'। স্থানীয় মানুষজন জানান, ছুটির দিনে সন্দীপ সকাল ১০টা থেকে ১১টার মধ্যে এখানে আসতেন। আবার বিকালে বেরিয়ে যেতেন। তাঁর পরিবারের সঙ্গে আসতেন বাবা, মা, শ্বশুর, শাশুড়িও। পরিবার ছাড়া অন্য আর কাউকে নিয়ে কেউ তাঁকে আসতে দেখেননি। সন্দীপের সহকারী হিসেবে পরিচয় দেওয়া প্রসূন চট্টোপাধ্যায়কে নিয়ে এই বাংলোতেই আসেন ইডি আধিকারিকরা। তাঁদের সন্দেহ, এখানে কিছু মিললেও মিলতে পারে।
এই খবর জানাজানি হতেই কাতারে কাতারে মানুষ সন্দীপ ঘোষের বাগানবাড়ির সামনে জড়ো হন। সন্দীপ-সহ ধৃত অন্যদের শাস্তি চেয়ে ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। তাঁদের মধ্যে অনেকেই বলেন,"এতদি ডাক্তারবাবু হিসেবে জানতাম। এখন তাঁর সমস্ত কীর্তি ফাঁস হয়েছে। আমরা তার কড়া সাজা চাই।" অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কেন্দ্রীয়বাহিনীর জওয়ানরা তৎপর হন। বেশ অনেকটা সময় এই বাড়িতে তল্লাশি চালান ইডির গোয়েন্দারা।