শেষ আপডেট: 2nd March 2024 12:14
দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: পেটের তাগিদে মাছ কাঁকড়া ধরতে গিয়েছিলেন জঙ্গলে। সঙ্গীরা ছিলেন। জাল পাতার সময় তাকেই নিশানা করে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার। জঙ্গল থেকে বেরিয়ে সটান তার উপরেই ঝাঁপিয়ে পড়ে। কী থেকে কী হয়ে গেল ঘটনা পরম্পরা মনে পড়ছে না ছোট মোল্লাখালি অঞ্চলের বাসিন্দা জগদীশ মণ্ডলের। কিছুটা সময় পুরোপুরি হারিয়ে গেছে স্মৃতি থেকে। তবে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন তিনি। সময় হয়ে গেছে হাসপাতাল থেকে বাড়ি ফেরারও।
আগে কেরালায় শ্রমিকের কাজ করতেন৷ সম্প্রতি বাড়ি ফিরে এসেছেন। সপ্তাহ দুয়েক আগে এলাকার আরও কিছু মৎস্যজীবীর সঙ্গে মাছ ও কাঁকড়া ধরার কাজ শুরু করেছিলেন সংসার চালানোর জন্য৷ সঙ্গীদের সঙ্গে ১১ ফেব্রুয়ারি ছোট মোল্লাখালি থেকে চামটার জঙ্গলে গিয়েছিলেন। সেখানেই ঘটে বিপত্তি।
এলাকার আরও দুজনের সঙ্গে কাঁকড়া ধরতে গিয়েছিলেন জগদীশ৷ চামটার জঙ্গল লাগোয়া নদীতে জাল ফেলার সময় ১২ ফেব্রুয়ারি আচমকা তার উপর ঝাঁপিয়ে পড়ে বাঘ৷ ঘাড়ে ও মাথায় গুরুতর আঘাত পান তিনি৷ সঙ্গীদের প্রবল বাধায় শেষপর্যন্ত পিছু হটে বাঘ। আশঙ্কাজনক অবস্থায় তাকে নিয়ে আসা হয় সোনারপুরের কালিকাপুরের একটি নার্সিং হোমে৷ দীর্ঘ চিকিৎসার এখন অনেকটাই সুস্থ হয়েছেন তিনি৷ চিকিৎসকরা জানান, খুব তাড়াতাড়ি স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন জগদীশ ৷
নার্সিংহোমের চিকিৎসক শুভায়ন বণিক জানান, যখন নার্সিং হোমে নিয়ে আসা হয়েছিল, তখন ঘাড়-কান ও পিঠে গুরুতর আঘাত ছিল জগদীশের। পুঁজ জমে গিয়েছিল একাধিক জায়গায়। বেশ আশঙ্কাজনক অবস্থা ছিল। তবে পরে তাঁরা বুঝতে পারেন পুরোটাই বাইরের আঘাত। ধীরে ধীরে চিকিৎসাতেও সাড়া দিতে শুরু করেন। এখন অনেকটাই সুস্থ আছেন। সাত-দশদিনের মধ্যে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন বলেই আশা।