শেষ আপডেট: 21st August 2023 06:51
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে অস্থায়ী উপাচার্য নিয়োগ (Vice-Chancellor Recruitment) করেছেন আচার্য তথা রাজ্যপাল (governor) সিভি আনন্দ বোস (CV Anand Bose)। রাজ্যের অভিযোগ, সরকারের সঙ্গে কোনও রকম আলোচনা ছাড়াই নিয়োগ করা হয়েছে। আনন্দ বোসের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে রবিবারই সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। সোমবার সেই মামলায় রাজ্যপালকেও পার্টি করার নির্দেশ দিল শীর্ষ আদালত।
উল্লেখ্য, কল্যাণী, বর্ধমান, কাজী নজরুল, কলকাতা সহ রাজ্যের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য নিয়োগ করেছেন রাজ্যপাল। তিনি রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য, সেই পদের বলেই এই নিয়োগ করেন তিনি। এই নিয়ে রাজ্য ও রাজ্য সরকারের মধ্যে মতানৈক্য দেখা যায়। রাজ্যের বক্তব্য, এই নিয়োগ এক তরফা হয়েছে। উচ্চশিক্ষা দফতর নবনিযুক্ত উপাচার্যদের বেতন ও ভাতা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়।
রাজ্যের অভিযোগ, সরকারের সঙ্গে কোনও রকম আলোচনা ছাড়াই নিয়োগ করা হয়েছে। এই নিয়োগ অবৈধ বলেও দাবি করেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এই নিয়ে হাইকোর্টে মামলাও হয়। উপাচার্য নিয়োগ বাতিলের আবদেন জানিয়ে জনস্বার্থ মামলা করেন অধ্যাপক সনৎ ঘোষ। যদিও হাইকোর্ট এই মামলার আবেদন খারিজ করে দেয়। সেইসঙ্গে রাজ্যকে নব নিযুক্ত উপাচার্যদের বেতন-ভাতা দিতে বলে আদালত। কিন্তু তারপরেও রাজ্য-রাজ্যপাল সংঘাত জারি ছিল।
সোমবার সেই মামলার প্রাথমিক শুনানিতে আদালত জানাল, মামলায় পার্টি করতে হবে রাজ্যপাল সিভি আনন্দ বোসকেও। আদালত তাঁর কথাও শুনতে চায়। রাজ্যের হয়ে মামলায় সওয়াল করেন বর্ষীয়ান আইনজীবী তথা রাজ্যসভার সাংসদ অভিষেক মনু সিংভি। দু সপ্তাহ পর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আদালত।
৫০ জন শিক্ষককে নিয়োগ মামলায় নিজামে তলব সিবিআইয়ের, বয়ান রেকর্ড করবে কেন্দ্রীয় এজেন্সি