শেষ আপডেট: 28th August 2023 07:59
দ্য ওয়াল ব্যুরো: সরকার অনুমতি দেয়নি। অন্যদিকে, বিশ্বহিন্দু পরিষদ তাদের কর্মসূচি পালনে অনড়। দু-পক্ষের অনড় অবস্থানে হরিয়ানার নুহ’তে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। বন্ধ ব্যাঙ্ক, বাজার, শিক্ষা প্রতিষ্ঠান। গোটা জেলা জুড়ে আগে থেকেই ১৪৪ ধারা জারি আছে। দু’দিন হল বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট। তটস্থ সাধারণ মানুষ (VHP program in haryana Nuh)।
পূর্ব ঘোষণামতো সোমবার নুহ’তে জল অভিষেক যাত্রায় অংশ নিতে বিশ্বহিন্দু পরিষদের নেতারা হরিয়ানার ওই জেলায় আগে থেকেই রয়েছেন। গত ৩১ জুলাই জল অভিষেক যাত্রা ঘিরে সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে পড়েছিল গোটা জেলা জুড়ে। নুহ’র ঘটনার জেরে গুরুগ্রামে এক মসজিদে হামলায় নিহত হন এক ইমাম। নুহ’তে দু’জন পুলিশ কর্মীসহ নিহত হন ছয়জন।
সেই কর্মসূচি অর্থাৎ নুহর মন্দিরগুলিতে শিবের মাথায় জল ঢালার জন্য সোমবারকে বেছে নিয়েছে ভিএইচপি। কিন্তু হরিয়ানার বিজেপি সরকার জল অভিষেক যাত্রার অনুমতি দেয়নি। নুহ জুড়ে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। জেলায় প্রবেশের সব রাস্তায় গাড়িতে তল্লাশি করা হচ্ছে। এমনিতেই স্থানীয় যানবাহন রাস্তায় প্রায় নেই বললেই চলে। ৩১ জুলাইয়ের অশান্তির স্মৃতি এখনও তাড়া করে বেড়াচ্ছে স্থানীয় মানুষকে। জেলা জুড়ে কী হয় কী হয় পরিবেশ। গোটা জেলা কার্যত ঘরে ঢুকে আছে। পুলিশ মিশ্র এলাকা এবং মন্দির, মসজিদে বিশেষ সুরক্ষার ব্যবস্থা করেছে।
অযোধ্যায় রামলালার মূর্তি দর্শন করা যাবে মাত্র ২০ সেকেন্ড, ঝড়ের গতিতে চলছে মন্দির নির্মাণ