শেষ আপডেট: 14th December 2024 15:40
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের বেসরকারি পশু ক্লিনিক ও হাসপাতালগুলির কোনওটিরই লাইসেন্স নেই বলে অভিযোগ। এই অভিযোগে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে।
আদালত সূত্রের খবর,বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চে চলা ওই মামলাতে সংশ্লিষ্ট ক্লিনিকের তরফে দাবি করা হয়েছে, রাজ্য সরকার ‘ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট’-এ তাদের লাইসেন্স দিয়েছে। সেই লাইসেন্সেই চলছে ক্লিনিক।
যদিও মামলাকারীর আইনজীবীর দাবি, এই আইনে মানুষের চিকিৎসার জন্য হাসপাতাল তৈরির সংস্থান রয়েছে। তাতে কীভাবে পশু চিকিৎসরা ক্লিনিক চলতে পারে?
বিষয়টি শোনার পরই বিস্মিত হন বিচারপতিরা। এজলাসে উপস্থিত রাজ্যের আইনজীবীর কাছে জানতেও চান তিনি। রাজ্যের আইনজীবী জানান, বিষয়টি তাঁর জানা নেই। এরপরই বিষয়টি নিয়ে রাজ্যকে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেয় ডিভিশন বেঞ্চ। ১৬ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি হবে।
ঘটনার সূত্রপাত, একটি ক্লিনিকের ভুল চিকিৎসায় নিজের পোষ্য বিড়ালের মৃত্যু হওয়ার পর আদালতে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন সায়ন্তন মুখোপাধ্যায় নামে এক ব্যক্তি। তাঁর অভিযোগ, লাইসেন্স ছাড়াই রাজ্যের বুকে ব্যবসা খুলে বলেছে বিভিন্ন বেসরকারি পশু ক্লিনিক।
যদিও সংশ্লিষ্ট ক্লিনিকের তরফে আইনজীবী দেবাশিস বন্দ্যোপাধ্যায় আদালতকে জানান, এই ধরনের ক্লিনিক চলতে গেলে নির্দিষ্ট নিয়মে লাইসেন্স প্রয়োজন। এই ধরনের লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় আইন রয়েছে। কিন্তু সেই কেন্দ্রীয় আইন এ রাজ্যে লাগু করা হয়নি। এরপরই তিনি আদালতকে এও জানান, রাজ্য সরকার ‘ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট’-এ তাদের লাইসেন্স দিয়েছে। যা নিয়ে প্রশ্ন উঠেছে।