শেষ আপডেট: 6th December 2024 11:47
দ্য ওয়াল ব্যুরো: জয়নগরে চতুর্থ শ্রেণির ধর্ষণ ও খুনের ঘটনায় ৬২ দিনের মাথায় শুক্রবার রায়দান করতে চলেছে আদালত। আরজি কর পরবর্তী সময়ে এটিই প্রথম ধর্ষণ-খুনের মামলা। স্বভাবতই, এত তাড়াতাড়ি বিচারের নিষ্পত্তির নেপথ্যে প্রশংসা কুড়িয়েছে পুলিশি তৎপরতা।
জয়নগরে চতুর্থ শ্রেণির ধর্ষণ ও খুনে অভিযুক্তকে বৃহস্পতিবার দোষী সাব্যস্ত করেছে বারুইপুরের পকসো আদালত। দোষীর নাম মুস্তাকিন সর্দার।
গত ৪ অক্টোবর জয়নগরের মহিষমারি এলাকার জলাভূমি থেকে ন’বছরের একটি শিশুর দেহ উদ্ধার করে পুলিশ। টিউশন থেকে বাড়ি ফেরার পথে চতুর্থ শ্রেণির ওই ছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুনের অভিযোগে তেতে ওঠে এলাকা। ঘটনা ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় জয়নগর থানা এলাকার মহিষমারি পুলিশ ফাঁড়ি এলাকা।
পুলিশি নিষ্ক্রিয়তার প্রতিবাদে স্থানীয় ফাঁড়িতেও হামলা চালানোর অভিযোগ ওঠে স্থানীয়দের একাংশের বিরুদ্ধে। এমনকী ফাঁড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পুলিশকে ঝাঁটাপেটাও করেন গ্রামবাসীদের একাংশ।
এরপর থেকেই মামলায় পুলিশি তৎপরতা ছিল চোখে পড়ার মতো। ৫ অক্টোবর নাবালিকাকে ধর্ষণ ও খুনে গ্রেফতার করা হয় অভিযুক্ত মুস্তাকিনকে। ৭ অক্টোবর ঘটনার তদন্তে সিট গঠন করা হয়। এর ২৫ দিনের মাথায়, গত ৩০ অক্টোবর পেশ হয় চার্জশিট। আর বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর মুস্তাকিনকে দোষী সাব্যস্ত করেছে আদালত। শুক্রবার রায়দান।