শেষ আপডেট: 4th October 2024 20:04
দ্য ওয়াল ব্যুরো: বাজারে সবজির দাম আকাশছোঁয়া। ব্যাগ হাতে বাজারে গেলে রীতিমতো হাত পোড়ার অবস্থা। পুজোর আগে আমজনতার মুখে হাসি ফেরাল নবান্ন।
রাজ্যে সুফল বাংলার স্টলে কোন সবজির দাম কত হবে এদিন তার একটি তালিকা প্রকাশ করা হয়েছে। নবান্নে টাস্ক ফোর্স ও ব্যবসায়ী সংগঠনের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যসচিব মনোজ কুমার পন্থ। সেখানেই দাম বেঁধে দেওয়া হয়।
শুক্রবার মুখ্যসচিব জানান, রাজ্যে এমনিতেই সবজির দাম স্থিতিশীল। বাজারে যাতে কোনও ভাবেই সবজির জোগান না কমে সে বিষয়ে তৎপর রাজ্য। নবান্নের তরফে পরিষ্কার জানিয়ে দেওয়া হয় উৎসবের আগে যাতে রাজ্যে কৃষিপণ্যের ঘাটতি না ঘটে সেদিকে নজর রাখতে হবে।
এদিন সুফল বাংলার স্টলে কোন সবজির দাম কত হবে তা নির্ধারণ করে দিয়েছে নবান্ন। মুখ্যসচিবের স্পষ্ট নির্দেশ রাজ্যের দাম মেনেই ব্যবসা করতে হবে। প্রয়োজনে কড়া পদক্ষেপেরও নির্দেশ দেওয়া হয়েছে।
একনজরে দেখে নেওয়া যাক সুফল বাংলার স্টলে কোন সবজি কত টাকায় মিলবে
পুজোর মুখে এমনিতেই রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। সবজির দাম সেকারণে কিছুটা বাড়লেও মুখ্যসচিব জানিয়েছেন, চিন্তার কোনও কারণ নেই। সুফল বাংলার স্টলে পর্যাপ্ত পরিমাণে সবজি মিলবে খুবই কম দামে।
শুক্রবার টাক্স ফোর্স ও ব্যবসায়ী সংগঠনের সঙ্গে বৈঠকে জেলাগুলিতে শাক-সবজির দাম নিয়ে রিপোর্ট নেন মুখ্যসচিব। বৈঠকে অংশ নেয় ব্যবসায়ী সংগঠনগুলিও।