Date : 9th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
‘চারদিন অন্তর দাড়ি রং করার মানে সরে যাওয়ার সময় এসেছে’, অবসর নিয়ে প্রথমবার মুখ খুললেন বিরাটBharat Bandh: পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে আহত বামনেতা সৃজন, চ্যাংদোলা করে তোলা হয় প্রিজন ভ্যানেঅবরোধের জেরে বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে ট্রেন, অফিস টাইমে নাকাল যাত্রীরাবেঙ্গালুরুতে গ্রেফতার আলিয়ার প্রাক্তন সহকারী, তিন বছরে ৭৭ লক্ষ টাকা প্রতারণার অভিযোগএকদিনের বৃষ্টিতেই তলিয়ে গেল ছ'মাসে তৈরি রাস্তা, রাজস্থানে উদ্বোধনের আগেই সড়ক বিপর্যয়এক সপ্তাহ পরও বাড়িতেই ছেলের মরদেহ, দ্বিতীয় ময়নাতদন্ত চেয়ে হাইকোর্টে যাচ্ছে মালদহের পরিবারনিম্নচাপের বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে, একাধিক জেলায় সতর্কতা, জমা জলে ভোগান্তির আশঙ্কা বাবার টাকায় গাড়ি, সোশ্যাল মিডিয়ায় নিজের বড়াই! 'বড়লোকি' দেখাতে গিয়ে ফাঁস যুবকের কীর্তিট্রাম্পের নয়া শুল্কনীতিতে ভারতের ওষুধ ও কপার রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা, ডেডলাইন ১ অগাস্ট Bharat Bandh: জেলায় জেলায় বিক্ষিপ্ত অশান্তি, সকাল থেকে শুরু পুলিশের ধরপাকড়, ধস্তাধস্তি-বচসা
Vandalism at Malay Ghatak's residence

আসানসোলে মলয় ঘটকের বাসভবনে ভাঙচুর! ঘরে ঢুকে হামলার ঘটনায় আটক এক

হঠাৎ করে ইট নিয়ে বাড়িতে ঢুকে পড়েন এক যুবক। বাসভবনে অফিসের টেবিল ভাঙতে শুরু করেন।

আসানসোলে মলয় ঘটকের বাসভবনে ভাঙচুর! ঘরে ঢুকে হামলার ঘটনায় আটক এক

নিজস্ব চিত্র

শেষ আপডেট: 22 January 2025 13:26

দ্য ওয়াল ব্যুরো: আসানসোলে আপকার গার্ডেনে মন্ত্রী মলয় ঘটকের বাসভবনে ভাঙচুর। হঠাৎ করে ইট নিয়ে বাড়িতে ঢুকে পড়েন এক যুবক। বাসভবনে অফিসের টেবিল ভাঙতে শুরু করেন। টুকরো টুকরো হয়ে যায় কাচ। অভিযুক্তকে আটক করেছে পুলিশ। ঘটনাস্থলে আসানসোল দক্ষিণ থানার আধিকারিকরা।

জানা গেছে, ওই যুবকের নাম ভিকি কেওড়া। বাবার নাম দীপক কেওড়া। তিনি ১৪ নম্বর ওয়ার্ড কালিকাপুরের বাসিন্দা। ভিকির বাবা দীপকের মৃত্যু হয়েছে কিছুদিন আগে। বাবার ডেথ সার্টিফিকেট নিতে আগে অনেকবারই মলয় ঘটকের বাড়িতে গেছেন ভিকি। কিন্তু বারবারই খালি হাতে ফিরে আসতে হয়েছে তাঁকে। আজও ডেথ সার্টিফিকেট নিতেই যান। আজও তা না পাওয়ায় ক্ষোভে মলয় ঘটকের অফিসে ভাঙচুর চালান ভিকি।

এবিষয়ে শিখা ঘটক বলেন, 'আমি ঠিক বলতে পারব না কী করে কী হল। আমরা ওপরে ছিলাম। দেখি দুম দুম করে খুব জোড়ে আওয়াজ হচ্ছিল। আমি ভাবলাম পুলিশ বা কেউ হয়তো পড়ে গেছেন। আমি আমার বোন দৌড়ে নিচে এসে দেখি, পুরো ভাঙচুর। ভাঙা ইটের টুকরো পড়ে। আমি চিৎকার করলাম। যে করল তাকে ধরল এখানকার লোকজন। কিন্তু কিছু তো বলল না।'

দিনে দুপুরে এমন ঘটনায় যথেষ্ট আতঙ্কে শিখা ঘটক। তিনি জানান, বাসভবনে থাকা অফিস দিয়েই তিনি যাতায়াত করেন বেশিরভাগ সময়। এমনও তো হতে পারত কারও কোনও ক্ষতি হয়ে যেত। পুলিশি নিরাপত্তা থাকা সত্ত্বেও কেন এমন হল সেটা বুঝতে পারছেন না বলে জানান তিনি। 

এই ঘটনার পর মন্ত্রীর বাড়ির নিরাপত্তা বাড়ানোর কথা ভাবছে পুলিশ। যদিও এবিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা তা জানা যায়নি।


ভিডিও স্টোরি