শেষ আপডেট: 12th November 2024 14:49
দ্য ওয়াল ব্যুরো: গত অক্টোবরে নিজের ১৭ বছর বয়সি মেয়েকে হত্যার জন্য ৫০ হাজার টাকায় খুনী ভাড়া করেছিল মা! খুনী অবশ্য মেয়ের পরিবর্তে তার মাকেই খুন করেছিল। পরে জানা যায়, ১৭ বছরের কিশোরীর প্রেমিককেই খুনের ভার দিয়েছিলেন ওই মহিলা!
এক মাসের ব্যবধানে উত্তরপ্রদেশে ফের আরও একটি রোমহর্ষক ঘটনা সামনে এল। নিজের স্ত্রী, দুই মেয়ে এবং এক ছেলেকে হত্যার পর হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে তাদের সেই বীভৎস ছবি আপলোড করলেন এক স্বর্ণ ব্যবসায়ী! ছবি দেখে আঁতকে ওঠেন সকলে।
সংবাদসংস্থা সূত্রের খবর, স্ত্রী-সন্তানদের হত্যার ছবি আপলোডের পর বাড়ির নিকটর্তী রেল স্টেশনে যান মুকেশ ভার্মা নামে ওই স্বর্ণ ব্যবসায়ী। সে সময় মারুধর এক্সপ্রেস স্টেশনে ঢুকছিল। চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেছিলেন। পড়ে গিয়ে জখমও হন। দ্রুত তাঁকে উদ্ধার করে রেল হাসপাতালে নিয়ে যায় আরপিএফ জওয়ানরা। সুস্থ হয়ে উঠলে ধৃতকে জেরা করে খুনের কারণ সম্পর্কে নিশ্চিত হবেন তদন্তকারীরা।
তবে মুকেশের হোয়াটসঅ্যাপ ভিডিও-র সূত্র ধরে তার বাড়ি থেকে স্ত্রী, সন্তানদের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। সূত্রের দাবি, পারবারিক কারণেই এই হত্যা কাণ্ড। খাবারের সঙ্গে বিষ মিশিয়ে স্ত্রী স্ত্রী রেখা, দুই কন্যা ভাব্যা (২২) ও কাব্য (১৭) এবং ছেলে অভিষ্টকর (১২) হত্যা করেন ওই স্বর্ণ ব্যবসায়ী।
ইটাওয়ার সিনিয়র পুলিশ সুপার সঞ্জাই কুমার বলেছেন, ঠিক কী কারণে পারিবারিক বিবাদ, ধৃত স্বর্ণ ব্যবসায়ী সুস্থ হয়ে উঠলে তা জানার চেষ্টা হবে।