শেষ আপডেট: 22nd September 2023 06:46
দ্য ওয়াল ব্যুরো: ফের উত্তরপ্রদেশে এনকাউন্টার। মাস খানেক আগে চলন্ত ট্রেনে এক মহিলা পুলিশের ওপর হামলার ঘটনার অন্যতম অভিযুক্তকে খতম করল যোগীর পুলিশ। মহিলা পুলিশের ওপর হামলার ঘটনার পর থেকেই ফেরার ছিল অভিযুক্তরা। শুক্রবার সকালে উত্তরপ্রদেশ পুলিশের (UP Police) সঙ্গে গুলির লড়াই শুরু হয়। সেখানেই একজন অভিযুক্তর মৃত্যু হয় (Uttar Pradesh encounter), আরও দুই অভিযুক্ত গুরুতর জখম হয়েছে বলে খবর।
গত ৩০ অগস্ট সরযূ এক্সপ্রেসের কামরার মধ্যে এক মহিলা পুলিশের ওপর হামলা চালানো হয়েছিল। ধারাল অস্ত্র দিয়ে ওই পুলিশকর্মীর মুখ ক্ষতবিক্ষত করা হয়। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বেশ কয়েকদিন চিকিৎসা চলেছিল, তারপর ছাড়া পান তিনি।
এই ঘটনার অভিযুক্তদের খুঁজছিল পুলিশ। উত্তরপ্রদেশ পুলিশ ও লখনউ স্পেশাল টাস্ক ফোর্স যৌথভাবে অনুসন্ধান চালাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে, অযোধ্যার ইনায়াত এলাকায় দুষ্কৃতীদের ঘাঁটিতে হানা দেয় পুলিশ। সূত্রের খবর, সেইসময় দুই পক্ষের মধ্যে গুলির লড়াই শুরু হয়।
এই গুলির লড়াইয়ে আনিস নামে এক অভিযুক্তর মৃত্যু হয়। পুলিশের অনুমান, আজাদ খান ও বিশ্বম্ভর দয়াল নামে দুই অভিযুক্ত এনকাউন্টারে জখম হয়। তারাও ৩০ তারিখের ঘটনার সঙ্গে জড়িত ছিল বলে মনে করা হচ্ছে।
ওই মহিলা পুলিশের বয়ান অনুযায়ী, সেদিন তিনি ট্রেনের ওপরের বার্থে ছিলেন। মানকাপুর স্টেশনে ট্রেন পৌঁছতে অভিযুক্তদের সঙ্গে বচসা বাধে তাঁর। ঝামেলার মাঝে আচমকা অভিযুক্তরা ছুরি বের করে আক্রমণ করে ওই পুলিশকর্মীকে। ট্রেন অযোধ্যা স্টেশন আসতেই পালায় দুষ্কৃতীরা। ওই মহিলা পুলিশের ভাইয়ের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ।
আরও পড়ুন: পরিবারের সামনেই তিন মহিলাকে গণধর্ষণের অভিযোগ, টাকা-গয়না নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা!