শেষ আপডেট: 13th November 2021 03:03
দ্য ওয়াল ব্যুরো: আমেরিকার (US) জনপ্রিয় এক সংস্থার প্রতিষ্ঠাতা এবং সিইও তিনি। মন দিয়ে কাজ না করলে চলে না। কিন্তু ফেসবুক এমনই জিনিস, যার নেশা একবার ধরলে কাজের বারোটা বাজতে বাধ্য। কাজের মাঝে অজান্তেই ফেসবুক খুলে ফেলতেন মনীশ শেঠি। পরপর স্ক্রল করে চলতেন ফেসবুকের দেওয়াল। কাজের কথা আর মনেই থাকত না। ফেসবুকের এই বিড়ম্বনার হাত থেকে বাঁচতে অভিনব এক উপায় বের করেছিলেন তিনি।
প্রধানমন্ত্রীর ৪ ঘণ্টার সফর, মধ্যপ্রদেশ সরকার খরচ করছে ২৩ কোটির বেশি!পাভলক কোম্পানির সিইও মনীশ নিজের এই ফেসবুকের নেশা কাটাতে নিয়োগ করেছিলেন এক কর্মচারীকে। সেই মহিলার কাজই ছিল থাপ্পড় মারা। ফেসবুক খুললেই কষিয়ে থাপ্পড় মারতে হত তাঁকে। আর তাতেই মাস গেলে পেতেন মোটা টাকা মাইনে।
মনীশ শেঠি ২০১২ সালে ওই মহিলাকে নিজের ফেসবুকের নেশা কাটাতে নিয়োগ করেছিলেন। সম্প্রতি সেই খবর সামনে আসতেই শুরু হয়ে গেছে হইচই। খবর শুনে মজা পেয়েছেন স্পেস এক্স, টেলসা গ্রুপের কর্ণধার এলন মাস্কও।
মনীশকে থাপ্পড় মারার একটি ছই সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সকলেই মজার ছলে এই অভিনব কায়দার প্রশংসা করেছেন। মনীশ জানিয়েছেন যে মহিলাকে থাপ্পড় মারার জন্য নিয়োগ করেছিলেন তিনি, তাঁর নাম চকারা। ঘণ্টায় ৮ ডলার হিসেবে টাকা দেওয়া হত তাঁকে। যথেষ্ট কাজে দিয়েছিল এই জায়দা, জানিয়েছেন মনীশ নিজেই।
এলন মাস্ক বিশ্বের ধনীতম শিল্পপতিদের মধ্যে একেবারে প্রথম সারিতে রয়েছেন। তিনি সম্প্রতি ভাইরাল এই ছবি শেয়ার করেছেন টুইটারে। সেই সঙ্গে দুটি আগুনের ইমোজি দিয়েছেন।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'