শেষ আপডেট: 3rd December 2024 20:41
দ্য ওয়াল ব্যুরো: নতুন বছরের আগেই উচ্চ প্রাথমিকের ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। মঙ্গলবার স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে, ওয়েটিং লিস্টে প্রার্থীদের কাউন্সেলিং শুরু হবে চলতি ডিসেম্বর মাসের তৃতীয় সপ্তাহে।
মঙ্গলবার সকালেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছিলেন, মুখ্যমন্ত্রীর স্বদিচ্ছায় আগেই নিয়োগে সিলমোহর দিয়েছে কলকাতা হাইকোর্ট। ইতিমধ্যে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন সাড়ে আট হাজারেরও বেশি কর্মপ্রার্থীকে কাউন্সেলিংয়ের মাধ্যমে ডেকে পাঠায়। তাঁদের মধ্যে সাড়ে ছয় হাজারের বেশি যোগ্য প্রার্থীদের হাতে ধরানো হয়েছে অনুমোদন পত্র।
— Bratya Basu (@basu_bratya) December 3, 2024
এরপরই এসএসসি-র তরফে জানানো হয়েছে, আগামী ১৫ ডিসেম্বর থেকেই শুরু হবে কাউন্সেলিং। টানা ১০ দিন চলবে গোটা প্রক্রিয়া। ২৪ ডিসেম্বর কাউন্সেলিং শেষ হবে। এরপরই ২৫ ডিসেম্বর থেকে বড়দিন এবং ইংরেজি নববর্ষের ছুটি পড়ে যাচ্ছে। সে কারণেই ১৫ ডিসেম্বর থেকে ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীদের কাউন্সেলিং শুরু করতে এবং ২৪ ডিসেম্বরের মধ্যে পুরো প্রক্রিয়া সেরে ফেলতে চাইছে কমিশন।
নভেম্বর মাসের ১১ তারিখ থেকে শুরু হয়েছিল উচ্চ প্রাথমিকের যোগ্য প্রার্থীদের কাউন্সেলিং। প্রথম পর্যায়ের কাউন্সেলিং শেষ হয় ২৭ নভেম্বর। স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে, এই সময়ে মেধাতালিকায় থাকা ৮,৭৪৯ জনের কাউন্সেলিং সুষ্ঠুভাবে শেষ হয়েছে। এর মধ্যে ৬,৬৮০ জন সুপারিশ পত্র গ্রহণ করেছেন।
তবে এই পর্যায়ে ৫ হাজারের মতো চাকরিপ্রার্থীর নাম ওয়েটিং লিস্টে ছিল, আগামী ১৫ নভেম্বর থেকে তাঁদের কাউন্সেলিং শুরু হবে।