শেষ আপডেট: 24th April 2020 12:26
এবার ভিন রাজ্যে থাকা শ্রমিকদেরও ফেরাবেন যোগী আদিত্যনাথ
দ্য ওয়াল ব্যুরো : প্রথমে ফিরেছেন ভিন রাজ্যে আটকে পড়া ছাত্ররা। এবার ফিরবেন শ্রমিকরা। কিছুদিন আগে রাজস্থানের কোটা থেকে ফেরত এসেছেন উত্তরপ্রদেশের ছাত্ররা। শুক্রবার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘোষণা করলেন, তাঁদের রাজ্য থেকে যে শ্রমিকরা অন্যত্র কাজ করতে গিয়েছেন, তাঁদেরও ফিরিয়ে আনা হবে। যে শ্রমিকরা ১৪ দিন কোয়ারান্টাইনে থেকেছেন, তাঁরা কয়েকটি দফায় রাজ্যে ফিরবেন। উত্তরপ্রদেশ প্রশাসনের শীর্ষ অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে, ভিন রাজ্যে যাওয়া শ্রমিকদের নামের তালিকা তৈরি করতে হবে। কীভাবে তাঁদের ফিরিয়ে আনা হবে, তারও পরিকল্পনা করতে হবে। উত্তরপ্রদেশের অতিরিক্ত মুখ্য সচিব অবিনাশ আওয়াস্থি বলেন, “মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, যে পরিযায়ী শ্রমিকরা কোয়ারান্টাইনের ১৪ দিনের মেয়াদ শেষ করেছেন, তাঁদের ফিরিয়ে আনতে হবে। অফিসারদের বলা হয়েছে ভিন রাজ্যে যাওয়া শ্রমিকদের নামের তালিকা তৈরি করতে। তাঁদের সবার করোনা টেস্ট করা হয়েছে কিনা, তাও খোঁজ নিতে বলা হয়েছে।” শ্রমিকরা ফিরলে কয়েকদিন তাঁদের পর্যবেক্ষণে রাখা হবে। কয়েকজন অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে, তাঁরা যেন কয়েকটি বাড়িকে জীবাণুমুক্ত করে রাখেন। শ্রমিকরা যখন সেখানে থাকবেন, তাঁদের জন্য খাবার ও জলের ব্যবস্থাও করবেন ওই অফিসারেরা। সংক্রমণের শৃঙ্খল ভাঙার জন্য গত ২৫ মার্চ থেকে দেশে চলছে লকডাউন। বিভিন্ন রাজ্যে আটকে পড়েছেন লক্ষ লক্ষ ভিন রাজ্য থেকে যাওয়া শ্রমিক। তাঁদের অনেকের চাকরি নেই। খাবার ও জলও নেই যথেষ্ট পরিমাণে। অনেকে কয়েক হাজার কিলোমিটার হেঁটে বাড়ি ফিরেছেন। পথে কয়েক জনের মৃত্যু হয়েছে। গত সপ্তাহেই কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী বঢরা উত্তরপ্রদেশ সরকারের কাছে আহ্বান জানান, ভিন রাজ্যে আটকে পড়া শ্রমিকদের যেন ফিরিয়ে আনা হয়। তাঁর কথায়, “ওই শ্রমিকরা আমাদেরই ঘরের লোক। তাঁদের প্রতি আমাদের দায়িত্ব আছে। আমরা তাঁদের ভাগ্যের ওপরে ছেড়ে দিতে পারি না।”