শেষ আপডেট: 16th March 2023 09:06
দ্য ওয়াল ব্যুরো: ছ’মাস আগের একটি নৃশংস খুনের মামলায় পক্সো আদালত রায় ঘোষণা করল বুধবার। খুনের ঘটনাটি ঘটে ২০২২ সালের ১৮ অগাস্ট। ৯ বছরের একটি বাচ্চা মেয়েকে ধর্ষণ ও খুন করে ফেলে দেওয়া হয় একটি গ্রামে। পরে পুলিশ উত্তরপ্রদেশের (UP) মোদিনগর গ্রাম থেকে ওই নাবালিকার দেহ উদ্ধার করে। তদন্তের পর পুলিশ ধর্ষণ ও খুনের অভিযোগে গ্রেফতার করে ওই গ্রামেরই এক ব্যক্তিকে। গত বুধবার সেই মামলারই রায় দিল গাজিয়াবাদের পক্সো আদালত।
পুলিশ অভিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেফতার করে আদালতে পেশ করে। গত ৯ ফেব্রুয়ারি পক্সো আদালত আইপিসির ধারা ৩০২, ৩৬৩ এবং ৩৭৬ অনুযায়ী অভিযুক্তকে দোষী সাব্যস্ত করলেও এতদিন কোনও সাজা ঘোষণা করেনি। পুলিশ সূত্রে খবর, বুধবার গাজিয়াবাদের পক্সো আদালত ওই ব্যক্তিকে মৃত্যুদণ্ডের (death sentence) আদেশ দেয়।
এতদিন পর আদালতের রায়ে স্বস্তিতে মৃতা নাবালিকার (minor) পরিবার। পুলিশ জানিয়েছে, আদালতের রায় অনুযায়ী অভিযুক্তকে এখন জেলে রাখা হয়েছে। মৃত্যুদণ্ডের তারিখ ও সময় এখনও পর্যন্ত নির্দিষ্টভাবে জানা যায়নি।
'প্রেমে পড়ো, বিয়ে করো, সন্তান নাও', জন্মহার বাড়াতে কমবয়সিদের জন্য কল্পতরু চিন