শেষ আপডেট: 29th June 2023 05:47
দ্য ওয়াল ব্যুরো: ফ্রান্সে পুলিশের গুলিতে এক কিশোর নিহত হওয়ার পরে বিক্ষোভের আগুন জ্বলছে। ভাঙচুর, মারামারি, পুলিশের গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি সামলাতে হাজার দুয়েক পুলিশ নামানো হয়েছে রাস্তায়। এখনও অবধি ৭৭ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে।
অভিযোগ, ফ্রান্সের রাজধানী প্যারিসের অদূরে মঙ্গলবার ১৭ বছরের এক কিশোরকে গুলি করে পুলিশ। প্রতিবাদে স্থানীয়রা বিক্ষোভ শুরু করে। এখন তাই বড় আকার নিয়েছে।
পুলিশের দাবি,ট্রাফিক আইন ভেঙেছিল ছেলেটি। তাকে গাড়ি থামাতে বলা হলেও কথা শোনেনি, তাই গুলি করা হয়েছে। বিক্ষোভকারীদের দাবি, ১৭ বছরের এক কিশোরকে গুলি করে খুন করা কোনও আইনের মধ্যে পড়ে না। অভিযোগ, ফ্রান্সের পুলিশ এর আগেও ট্রাফিক আইন ভাঙার নাম করে গুলি চালিয়েছে বহুবার। এবার এক কিশোর বলি হয়েছে।
ফ্রান্সে বিক্ষোভ, অশান্তির নানা ছবি, ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। দেখা গেছে, পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দিচ্ছে উন্মত্ত জনতা। ভাঙচুর করা হচ্ছে সরকারি সম্পত্তি। পুলিশের সঙ্গে কয়েক দফায় খণ্ডযুদ্ধও বেধেছে বিক্ষোভকারীদের।
মোদীর অভিন্ন দেওয়ানি বিধির ঘোষণা প্রথমে বাস্তবায়নের চেষ্টা উত্তরাখণ্ডে
ঘটনার তীব্র নিন্দা করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাঁকর। তিনি বলেছেন, “পুলিশের গুলি চালানোর ঘটনা অমার্জনীয়। এক কিশোরের প্রাণ গেছে। এই ঘটনা গোটা জাতিকে নাড়িয়ে দিয়েছে।”