শেষ আপডেট: 14th April 2025 20:24
দ্য ওয়াল ব্যুরো: সোমবার সকাল সকাল ওয়াকফ আইনের প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠেছিল ভাঙড়। মাঝে পরিস্থিতি খানিকটা নিয়ন্ত্রণে আসলেও আবারও অশান্তি চাগাড় দিয়ে উঠল এলাকায়। শোনপুর এলাকায় গাড়ি ভাঙচুরের পাশাপাশি আগুন ধরিয়ে দেওয়া হল পুলিশের পাঁচ পাঁচটি বাইকে। উপস্থিত পুলিশ কর্মীদের লক্ষ্য করে ইটবৃষ্টিও হয় বলে অভিযোগ। ঘটনায় প্রায় ৮ থেকে ১০ জন পুলিশকর্মী আহত হয়েছেন বলে খবর৷ আশঙ্কা করা হচ্ছে সংখ্যাটা বাড়তে পারে।
মালদহ, মুর্শিদাবাদের (Murshidabad News) পর কেন্দ্রের ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয়েছিল ভাঙড়ে। আইএসএফ (ISF)-র উদ্যোগে রামলীলা ময়দান অভিযান শুরু করেছিল প্রতিবাদীরা।
মিনাখাঁ, বাসন্তী, ভাঙড়ের বিভিন্ন জায়গা থেকে দলে দলে আইএসএফ নেতা-কর্মীরা কলকাতা যাওয়ার জন্য রওনা দিলে পুলিশের বাধার মুখে পড়ে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। বিক্ষভে অবরুদ্ধ হয়ে পড়ে বাসন্তী হাইওয়ে।
লাঠিচার্জ করে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনলেও এবার উত্তপ্ত হয়ে উঠল শোনপুর এলাকা। জানা গিয়েছে, বিক্ষুব্ধরা পাঁচ পাঁচটি পুলিশের বাইক আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। ভেঙে ফেলা হয় একের পর এক গাড়ির কাচ।
এদিকে, শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত আইএসএফ-এর যে মিছিল হওয়ার কথা, তার অনুমতি নেই বলে শুরুতেই আটকে দিয়েছে পুলিশ। নওসাদ সিদ্দিকে জানানো হয়, অনুমতিপত্র দেখালে তবেই মিছিল এগোবে।
অন্যদিকে, নওসাদও নাছোড়বান্দা। কর্মী-সমর্থকদের বার্তা দিয়ে তিনি জানিয়েছেন, দলের পতাকা না নিয়ে জাতীয় পতাকা নিয়ে যেন তাঁরা মিছিল করেন।