শেষ আপডেট: 9th July 2024 13:17
দ্য ওয়াল ব্যুরো: চোর সন্দেহে গ্রেফতার করা হয়েছিল এক যুবককে। আদালতে জামিন পাওয়ার পর বাড়ি গিয়ে অসুস্থ হয়ে পড়েছিল। ওই যুবকের মৃত্যুকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়াল ক্যানিংয়ে।
পুলিশসূত্রে জানা গেছে, মৃত যুবকের নাম আবু সিদ্দিক হালদার। গত সপ্তাহে তার কাকার বাড়িতে চুরি হয়। সেই ঘটনার পর চোর সন্দেহে আবু সিদ্দিককে মারধর করে পুলিশে হাতে তুলে দেয় পড়শিরা। আদালতে তোলা হলে জামিন পায় ওই যুবক। পরের দিন ছাড়া পেয়ে বাড়িতেও ফিরে আসে।
গত ৩০ তারিখ ঢোলাহাটের ঘাটমুকুলতলা এলাকায় ওই যুবকের কাকার বাড়িতে চুরি হয়। তারপরেই ওই যুবককে আটক করে থানায় নিয়ে যায় ঢোলাহাট থানার পুলিশ। পরে তিনি জামিনে মুক্ত পান। আবু সিদ্দিকের পরিবারের লোকজন জানান, বাড়ি ফেরার পরেই তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁকে প্রথমে মথুরাপুর ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় নিয়ে যাওয়া হয় ডায়মন্ডহারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখান থেকে কলকাতার চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয় ওই যুবককে। পরে পার্কসার্কাসের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। কিন্তু শেষ রক্ষা হয়নি। সোমবার রাতে মৃত্যু হয় তার।
পরিবারের অভিযোগ, থানায় প্রচণ্ড মারধর করা হয় তাঁকে। মঙ্গলবার সকালে ঢোলাহাট থানায় বিক্ষোভ দেখান পরিবারের লোকজন। থানার সামনে তুমুল উত্তেজনা ছড়ায়। সাব- ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার-সহ চার পুলিশ কর্মীর বিরুদ্ধে সুন্দরবনের পুলিশ সুপারের কাছে অভিযোগ জানিয়েছেন তাঁরা।
তবে থানায় মারধরের অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। সুন্দরবনের এসপি কোটেশ্বর রাও জানান, তিন তারিখ আদালতে জামিন পায় ওই যুবক। চার তারিখ ছাড়া পায় সে। সুস্থ অবস্থাতেই বাড়ি ফিরে গিয়েছিল। তারপর কী হয়েছে তা তাদের জানা নেই। ওই যুবকের কাকার বাড়ি থেকে টাকা চুরি হয়েছিল। সেই ঘটনায় গ্রেফতার করা হয়েছিল তাকে। তার কাছ থেকে কিছু টাকাও উদ্ধার হয়। তবে পুলিশ হেফাজতে মারধরের কোনও ঘটনা ঘটেনি।