শেষ আপডেট: 2nd May 2022 02:22
Unnatural Death: গড়ফায় তরুণীর অস্বাভাবিক মৃত্যু! খুন না আত্মহত্যা? তদন্তে পুলিশ
দ্য ওয়াল ব্যুরো: গড়ফায় (Garfa) বাড়ির মধ্যেই অস্বাভাবিক মৃত্যু (Unnatural Death) এক তরুণীর। যা ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়। মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশায় পুলিশ।
জানা গেছে, হাবড়ার পঙ্কজ দাসের সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল ওই তরুণীর। রবিবার দুপুরে তরুণীর বাড়িতে আসেন পঙ্কজ। দু'জনে একসঙ্গে ছিলেন বেশ অনেকটা সময়। কিন্তু পঙ্কজ চলে যেতেই ঘরে ঢুকে পরিবারের লোকজন দেখতে পান, তরুণী বিছানায় অচৈতন্য অবস্থায় পড়ে আছে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।
তরুণীর পরিবারের তরফে পঙ্কজ দাসের নামে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে গড়ফা থানায়। পুলিশ সূত্রে খবর, মৃত তরুণীর নাম সুস্মিতা দাস। বয়স ২৬। হাবড়ার পঙ্কজের সঙ্গে বিয়ে ঠিক হয়ে গিয়েছিল সুস্মিতার। দুই পরিবারের সম্মতিতেই। আসা যাওয়া ছিল।
পরিবার সূত্রে খবর, রবিবার দুপুর ১২ টা নাগাদ পঙ্কজ আসেন সুস্মিতার বাড়িতে। তাঁর ঘরে দীর্ঘক্ষণ ছিলেন দু'জনে। তবে তাঁদের মধ্যে কী কথা হয়েছে তা বলতে পারেনি পরিবারের কেউই। বিকেল চারটে নাগাদ পঙ্কজ চলে গেলে, ঘরে ঢুকে সুস্মিতা ডাকতে গিয়ে পরিবারের লোকজন দেখেন বিছানায় অজ্ঞান হয়ে পড়ে আছেন তিনি। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মেয়ের মৃত্যুতে ভেঙে পড়েছেন বাবা-মা। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। দেহ ময়নাতদন্ত করার পরেই মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে পুলিশ সূত্রে খরব। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।