শেষ আপডেট: 15th May 2024 12:58
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: চুঁচুড়া পুরসভার আট নম্বর ওয়ার্ডের ২ নম্বর কাপাসডাঙায় বাড়ি বিপ্লব হালদারের। বুধবার সকালে আচমকাই আকাশ থেকে তাঁর উঠোনে এসে পড়ে সাদা রঙের একটি যন্ত্র। একটি বেলুনও লাগানো ছিল যন্ত্রটির সঙ্গে। সেটি ফেটে যায়। এমন কাণ্ডে হতভম্ভ হয়ে পড়েন বাড়ির বাসিন্দারা। কী করবেন বুঝে উঠতে পারছিলেন না তাঁরা। পরে বিপ্লববাবু যন্ত্রটিকে তুলে পাঁচিলের উপর রেখে দেন। খবর পেয়ে জড়ো হন এলাকার মানুষ। যন্ত্র দেখতে ভিড় জমে যায়। খবর পেয়ে চলে আসে পুলিশ।
হুগলি লোকসভা কেন্দ্রে নির্দল প্রার্থী হয়েছেন প্রদীপ পাল। তাঁর বাড়ির পাশেই এই ঘটনা ঘটে। প্রদীপবাবু বলেন,"আমাকে বিপ্লব খবর দেয় আকাশ থেকে একটি মেশিন পড়েছে। আমরা পুলিশে খবর দিই। যন্ত্রটি কি তা বুঝতে না পারায় প্রাথমিকভাবে একটা আতঙ্ক ছড়ায়। অনেকে আমাকে ফোন করে এও জিজ্ঞাসা করেন বোমা পাওয়া গেছে নাকি!"
পরে জানা যায় যন্ত্রটি একটি রেডিওসোন্ড। ব্যাটারি চালিত টেলিমেট্রি যন্ত্র। বেলুনের মাধ্যমে বায়ুমণ্ডলে ঘোরে এই যন্ত্র।রেডিওর মাধ্যমে উচ্চতা,চাপ, তাপমাত্রা, আপেক্ষিক আর্দ্রতা, বায়ুর গতি দিক এবং ভৌগলিক অবস্থান (অক্ষাংশ/দ্রাঘিমাংশ) গ্রাউন্ড রিসিভারে পাঠায়। ওজন ঘনত্ব পরিমাপকারী রেডিওসোন্ডকে ওজোনসোন্ডও বলা হয়। যন্ত্রটির গায়ে মেড ইন কোরিয়া লেখা।
কোথা থেকে যন্ত্রটি এল তা এখনও জানা যায়নি। তবে এই যন্ত্রকে ঘিরে আতঙ্কের কিছু নেই বলেই জানিয়েছে পুলিশ। এর আগে অসম ও তামিলনাড়ুতেও আকাশ থেকে এই যন্ত্র পড়ায় আতঙ্ক সৃষ্টি হয়।