শেষ আপডেট: 6th December 2024 15:57
দ্য ওয়াল ব্যুরো: অবশেষে রামকৃষ্ণ পরমহংসদেবের নামে বিশ্ববিদ্যালয় তৈরি হতে চলেছে রাজ্যে।
সূত্রের খবর, এতদিন বেসরকারি বিশ্ববিদ্যালয় তৈরির ব্যাপারে রাজ্য সরকারের কোনও নিয়ম নীতি ছিল না। এদিকে ১৯৯৯ সালে রামকৃষ্ণ মিশনের তৎকালীন সম্পাদক স্বামী নিত্যানন্দজি মহারাজ বিশ্ববিদ্যালয় তৈরির উদ্যোগ নিয়েছিলেন।
মিশন সূত্রে জানা যাচ্ছে কোনওভাবে সেই খবর পৌঁছয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। এরপরই মুখ্যমন্ত্রীর নির্দেশে উচ্চশিক্ষা দফতর নতুন আইন তৈরির উদ্যোগ নেয়। জানা যাচ্ছে বিধানসভায় শীঘ্রই এই বিল পাশ হবে।
দক্ষিণেশ্বরকে বলা হয় রামকৃষ্ণ পরমহংসদেবের সাধন ক্ষেত্র। সেখান থেকে পাঁচ কিলোমিটার দূরে আগরপাড়ায় বিটি রোডের উপর তৈরি হবে ঠাকুরের নামাঙ্কিত এই বিশ্ববিদ্যালয়। ৩০ বিঘা জমিতে গড়ে উঠবে সুবিশাল প্রতিষ্ঠান। একছাদের তলায় প্রায় ১৫ হাজার ছাত্রছাত্রী বিভিন্ন বিষয়ে পড়াশোনার সুযোগ পাবেন।
ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের সম্পাদক স্বামী নিত্যরুপানন্দ জি ঘটনার সত্যতা স্বীকার করে নিয়ে বলেন, এ ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগ প্রশংসনীয়। আমরা তাকিয়ে রয়েছি কবে বিধানসভায় এই বিল পাশ হবে। সেদিনই আমরা সর্বত্র পূজো দিয়ে বিশ্ববিদ্যালয় তৈরির কাজ শুরু করব।
তিনি আরও বলেন, দুঃস্থ অনাথ ছাত্র-ছাত্রীদের পড়াশোনার জন্যই রামকৃষ্ণ পরমহংসদেব এই প্রতিষ্ঠানের সূচনা করেছিলেন। আগামী দিনে আরও বেশি করে দুঃস্থ অনাথ শিশুরা এই বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে উচ্চ শিক্ষার সুযোগ পাবে।
প্রসঙ্গত আগরপাড়ায় ইতিমধ্যে মিশনের একটি স্কুল রয়েছে। রয়েছে উন্নতমানের অডিটোরিয়ামও। যেটির উদ্বোধন করেছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত প্রণব মুখোপাধ্যায়। জানা যাচ্ছে বর্তমানে আগরপাড়া এলাকায় বিভিন্ন স্কুল কলেজ মিলিয়ে প্রায় কুড়ি হাজার ছাত্রছাত্রী পড়াশোনা করেন। রামকৃষ্ণ মিশনের বিশ্ববিদ্যালয় তৈরি হলে আগামী দিনে উচ্চ শিক্ষার জন্য এলাকার ছেলেমেয়েদের আর বাইরে আর যেতে হবে না