এভাবেই শাড়ি পরে ঘোমটা দিয়ে বরণ করেন পুরুষরা
শেষ আপডেট: 11th November 2024 20:16
দ্য ওয়াল ব্যুরো: বিসর্জনের আগে শাড়ি পরে মাথায় ঘোমটা টেনে সারিবদ্ধ হয়ে দাঁড়ান পুরুষরা। তারপরই হয় দেবীবরণ।
২৩২ বছর ধরে এই প্রথাই চলে আসছে ভদ্রেশ্বর তেঁতুলতলা জগদ্ধাত্রী বারোয়ারিতে। কথিত আছে, ইংরেজদের ছাউনি ছিল ভদ্রেশ্বর গৌরহাটি এলাকায়। জঙ্গলে ভরা অঞ্চলে টহল দিত গোরা সৈনিকের দল।
নিরাপত্তার কারণেই ঘরের বাইরে বিশেষ বেরোতেন না মহিলারা। তাই জগদ্ধাত্রী পুজোর আচার অনুষ্ঠান সবই সামাল দিতেন পুরুষরা। এমনকি ঠাকুর বরণের ক্ষেত্রেও সেই প্রথাই এখনও অব্যাহত। বরং বছরভর এই বিশেষ দিনটির জন্য অপেক্ষা করে থাকেন এলাকার পুরুষরা।
প্রথা পালনের পর শুরু হয় শোভাযাত্রা। কথিত আছে, কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের দেওয়ান দাতারাম সুর গৌরহাটিতে থাকতেন।
রাজার অনুমতিতে দাতারাম দুই বিধবা কন্যাকে নিয়ে নিজের বাড়িতে জগদ্ধাত্রী পুজোর সূচনা করেন। পরবর্তী সময়ে সেই জগদ্ধাত্রী পুজোই চলছে তেঁতুলতলায়। নাম হয় তেঁতুলতলা বারোয়ারি। তবে রীতিনীতিতে কোনও পরিবর্তন হয়নি।