শেষ আপডেট: 1st February 2021 12:44
দ্য ওয়াল ব্যুরো : কৃষিতে পরিকাঠামো উন্নয়নে যে খরচ হবে, তার একাংশ তোলা হবে পেট্রল ও ডিজেলের ওপরে সেস বসিয়ে। সোমবার কেন্দ্রীয় বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এমনই প্রস্তাব দিয়েছেন। বাজেটে বলা হয়েছে পেট্রলে প্রতি লিটারে আড়াই টাকা ও ডিজেলে চার টাকা করে কৃষি পরিকাঠামো উন্নয়ন সেস বসানো হবে।
অর্থমন্ত্রী আশ্বাস দেন, সেস বসানোর ফলে ক্রেতাদের ওপরে বাড়তি চাপ পড়বে না। কারণ নতুন কৃষি সেস বসানোর পাশাপাশি অন্যান্য কয়েকটি শুল্ক ও সেসের হার সংশোধন করা হবে। নির্মলার কথায়, "পেট্রল ও ডিজেলের ওপরে কৃষি পরিকাঠামো উন্নয়ন সেস বসছে ঠিকই, কিন্তু একইসঙ্গে মূল শুল্ক ও বিশেষ বাড়তি শুল্ক কমানো হচ্ছে। ফলে ক্রেতাকে পেট্রল, ডিজেলের জন্য বাড়তি দাম দিতে হবে না।"
অর্থমন্ত্রী বাজেটে বলেছেন, ২০২০-২১ সালে ৭৫ হাজার কোটি টাকা কৃষকদের দেওয়া হয়েছে। ৪৩.৬ লক্ষ কৃষক এর ফলে উপকৃত হয়েছেন। এবার ১ লক্ষ ৭২ হাজার কোটি টাকা দিয়ে কৃষকদের থেকে ফসল কেনা হবে। কৃষকদের ঋণ দেওয়া হবে ১৫.৫ লক্ষ কোটি টাকা। মৎস্যচাষিরাও ঋণ পাবেন। ইতিমধ্যে ১.৮৬ কোটি কৃষক অনলাইন কৃষি বাজারের দ্বারা উপকৃত হচ্ছেন। কৃষিক্ষেত্রে পরিকাঠামো নির্মাণে বরাদ্দ বাড়ানো হচ্ছে। আধুনিক মৎস্যচাষের জন্য বন্দর নির্মাণেও বরাদ্দ বাড়ছে। এর ফলে অনেক কর্মসংস্থান হবে।
একইসঙ্গে এবার বাজেটে বড় আকারের বিলগ্নিকরণ প্রস্তাব দেওয়া হয়েছে। অর্থমন্ত্রী ঘোষণা করেছেন, কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে বিলগ্নিকরণ করা হবে। কেবল কৌশলগত গুরুত্বপূর্ণ চারটি ক্ষেত্রে সামান্য অংশীদারিত্ব থাকবে সরকারের। এর আগে 'আত্মনির্ভর ভারত' প্যাকেজে এই বিলগ্নিকরণ পরিকল্পনার একটি অংশ ঘোষণা করা হয়েছিল।
অর্থমন্ত্রীর কথায়, "চারটি ক্ষেত্রে সরকারের সামান্য অংশীদারিত্ব থাকবে। বাকি ক্ষেত্রগুলি পুরোপুরি বেসরকারিকরণ করা হবে।" নির্মলা জানান, স্ট্র্যাটেজিক ও নন স্ট্র্যাটেজিক সেক্টরে বেসরকারিকরণের জন্য নির্দিষ্ট রোড ম্যাপ তৈরি করা হয়েছে। এর পরে কোন রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিতে বিলগ্নিকরণ করা যায়, তা স্থির করবে নীতি আয়োগ।
২০২১-২২ সালে যে সংস্থাগুলি বিলগ্নিকরণ করা হবে, তার মধ্যে আছে ভারত পেট্রলিয়াম কর্পোরেশন লিমিটেড, এয়ার ইন্ডিয়া, শিপিং কর্পোরেশন অব ইন্ডিয়া, কনটেনার কর্পোরেশন অব ইন্ডিয়া, আইডিবিআই ব্যাঙ্ক, ভারত আর্থ মুভারস লিমিটেড এবং পবন হংস।
নির্মলা জানিয়েছেন, দু'টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এবং একটি জেনারেল ইনসিওরেন্স কোম্পানিতেও বিলগ্নিকরণ করা হবে। সেজন্য সংশ্লিষ্ট আইনের কিছু পরিবর্তন করা হবে। আইন সংশোধনী বিল পেশ হবে সংসদের চলতি অধিবেশনেই। লাইফ ইনসিওরেন্স কর্পোরেশনের ইনিশিয়াল পাবলিক অফারিং শেষ হবে ২০২১-২২ সালের মধ্যে।