শেষ আপডেট: 17th September 2024 18:50
দ্য ওয়াল ব্যুরো: আসানসোলের জামুরিয়ার ১৯ নম্বর জাতীয় সড়কের ধারে এক অজ্ঞাত ব্যক্তির দেহ উদ্ধার হয়। কোলিয়ারির কাছে নর্দমার পাশের জঙ্গল থেকে ৪৫ বছরের ওই ব্যক্তির দেহ উদ্ধার করেন স্থানীয়রা।
জামুরিয়া থানায় খবর দিলে দ্রুত সেখানে শ্রীপুর ফাঁড়ির পুলিশ এসে পৌঁছয়। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসেন আসানসোল শিক্ষা বিভাগের মেয়র পারিষদ সুব্রত অধিকারী।
স্থানীয় এলাকার বাসিন্দাদের দাবি, সম্ভবত ওই ব্যক্তি একজন ভবঘুরে। কোনও কারণে তিনি সেখানে পড়ে যান, আর তারপরই এই বিপত্তি। মেয়র পারিষদ সুব্রত অধিকারী জানিয়েছেন, কীভাবে এমন ঘটনা ঘটল মৃত্যু তা খতিয়ে দেখছে পুলিশ। তিনি এও দাবি করেন যে, মৃত্যুর প্রকৃত কারণ জানতে দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।
তবে জাতীয় সড়কের ধারে এভাবে এক ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সঙ্গে বলেছে, কী তাঁর নাম, কোথায় তাঁর বাড়ি, তা জানার চেষ্টা চলছে। আশেপাশের থানায় কোনও নিখোঁজ হওয়ার অভিযোগ জমা পড়েছে কিনা, সেটাও দেখা হচ্ছে।
স্থানীয়রা জানিয়েছেন, নর্থবুক কোলিয়ারির এলাকা দিয়ে যাওয়া একটি নিকাশী নালার পাশের জঙ্গলে ওই ব্যক্তির দেহ পড়েছিল। তবে দেহটি সেখানে এল কীভাবে, কোনও ভাবে জলে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়েছে কিনা, এ নিয়ে রহস্য থেকেই যাচ্ছে।