শেষ আপডেট: 24th September 2024 17:26
দ্য ওয়াল ব্যুরো: কাটমানির অভিযোগকে কেন্দ্র করে উত্তরবঙ্গের দুই জেলায় দুই ভিন্ন চিত্র। উত্তর দিনাজপুরের ইসলামপুরে চাপের মুখে উপভোক্তাদের কাটমানির টাকা ফেরত দিলেন তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের প্রধান। অন্যদিকে উন্নয়নের অর্থে কাটমানি নেওয়ার অভিযোগে জলপাইগুড়ির মালবাজারের চেয়ারম্যানকে সাসপেন্ড করল জেলা প্রশাসন।
এদিন কাটমানির টাকা ফেরত চেয়ে ইসলামপুরের রাস্তায় গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেন উপভোক্তারা। খবর পেয়ে পুলিশ অবরোধ তুলতে গেলে ধুন্ধুমার কাণ্ড ঘটে যায়। পরে চাপের মুখে পড়ে ২০৪ জন উপভোক্তাকে ১০ হাজার ৫০০ টাকা করে ফেরত দেন প্রধান।
উপভোক্তা সামশের আলি, যোগেশ্বর দাসরা বলেন, আবাস যোজনার নাম করে প্রত্যেকের কাছ থেকে সাড়ে দশ হাজার টাকা করে নিয়েছিলেন গ্রাম পঞ্চায়েত প্রধান। এদিন সকলে মিলে একজোট হয়ে আন্দোলনে নামতে উনি টাকা ফেরত দিতে বাধ্য হয়েছেন। এ ব্যাপারে অভিযুক্ত প্রধান পঞ্চায়েত প্রধান নুড়ি বেগমের কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।
অন্যদিকে জলপাইগুড়ির মালবাজার পুরসভার চেয়ারম্যানকে সাসপেন্ড করেছে জেলা প্রশাসন। সূত্রের খবর, পুর এলাকায় আবাস যোজনা থেকে শহরের সৌন্দর্যায়ন, বিভিন্ন প্রকল্পে ১২০ কোটি টাকার কাজে বেনিয়মের অভিযোগ উঠেছে চেয়ারম্যানের বিরুদ্ধে। নির্দোষ না প্রমাণ হওয়া পর্যন্ত তাঁকে সাসপেন্ড করেছে জেলা প্রশাসন।