শেষ আপডেট: 30th June 2024 19:34
দ্য ওয়াল ব্যুরো: বিহারের পর এবার ঝাড়খণ্ড। ফের ভাঙল ব্রিজ। পড়শি রাজ্যে ভারী বৃষ্টিতে ভেঙে পড়ল নির্মীয়মাণ ব্রিজের একাংশ। ঝাড়খণ্ডের গিরিডি জেলায় আরগা নদীর উপর নির্মীয়মাণ সেতুর একাংশ ভেঙে পড়েছে।
প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে ব্রিজটি তৈরি করা হচ্ছে। এই ব্রিজটি ঝাড়খণ্ডের গিরিডি এবং বিহারের জামুই জেলার প্রত্যন্ত গ্রামগুলিকে সংযুক্ত করবে। শনিবার রাতে ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি থেকে ২৩৫ কিলোমিটার দূরত্বে দেওরি ব্লকের কাছে সেই নির্মীয়মাণ ব্রিজই ভেঙে পড়েছে।
#WATCH | A portion of an under-construction bridge collapsed in Jharkhand's Giridih. Details awaited pic.twitter.com/f9PAhiKwcq
— ANI (@ANI) June 30, 2024
স্থানীয় সূত্রের খবর, প্রবল বৃষ্টিতে নদীর জলস্তর স্বাভাবিকের তুলনায় বেশি ছিল। আর সেই জলের তোড়েই এদিন সেতুর একাংশ ভেসে যায়। ব্রিজের একটি পিলারও কাত হয়ে গিয়েছে। ঘটনাটিতে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
গিরিডির সড়ক নির্মাণ বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার জানিয়েছেন, শনিবার রাতে প্রবল বৃষ্টিতে সেতুর একটি সিঙ্গেল-স্প্যান গার্ডার ভেঙে পড়ে এবং একটি পিলার হেলে পড়ে। ঠিকাদারকে ওই অংশ পুনর্নির্মাণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, এক সপ্তাহ আগেই গার্ডারে ঢালাই করা হয়েছে। ঢালাই শক্তপোক্ত হতে কমপক্ষে ২৮ দিন সময় লাগে। তবে তারই মাঝে বৃষ্টি নামায় এমন বিপত্তি বলে মত ব্রিজের ইঞ্জিনিয়ারদের।
কয়েক দিন আগে বিহারে ১১ দিনে পাঁচটি ব্রিজ ভেঙে পড়ার ঘটনা সামনে এসেছে। গত ২৮ জুন বিহারে ব্রিজ ভেঙে পড়ার সর্বশেষ ঘটনাটি ঘটে। ওই দিন বিহারের মধুবনী জেলায় একটি নির্মীয়মাণ সেতু ভেঙে পড়ে। বিগত তিন বছর ধরে তৈরি হচ্ছিল ওই ব্রিজ। কিন্তু হঠাৎই ধসে পড়ে নির্মীয়মাণ সেতুটি।