শেষ আপডেট: 24th March 2022 12:44
দ্য ওয়াল ব্যুরো : ‘আরও বেশি অস্ত্র দিন (Ukraine War)’। রাশিয়ার আক্রমণের এক মাস পূর্তির দিনে ন্যাটোর কাছে আহ্বান জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলিনস্কি (Ukraine War)। ভিডিও লিঙ্কের মাধ্যমে বৃহস্পতিবার তিনি ন্যাটোর প্রতিনিধিদের বলেন, “আমাদের শহরগুলিকে বাঁচাতে হবে। এদেশের মানুষকে বাঁচাতে হবে। সেজন্য চাই অবাধ অস্ত্র সরবরাহ (Ukraine War)।”
জেলিনস্কি বলেন, পাশ্চাত্য দেশগুলি এখনও পর্যন্ত ইউক্রেনকে যে অস্ত্রশস্ত্র সরবরাহ করেছে (Ukraine War), তা দিয়ে আত্মরক্ষা করা যায়। কিন্তু আমরা চাই এমন অস্ত্র যার সাহায্যে পাল্টা আক্রমণ করা যেতে পারে। তাঁর কথায়, “পাশ্চাত্য দেশগুলিতে যত ট্যাঙ্ক আছে, তার এক শতাংশ আমাদের দিলেই চলবে। মাত্র এক শতাংশ।”
জেলিনস্কির অভিযোগ, রাশিয়া এদিন সকালে ফসফরাস বোমা ব্যবহার করেছে। ওই বোমা বিস্ফোরিত হলে বাতাসে একরকম দাহ্য পাউডার ছড়িয়ে পড়ে। অক্সিজেনের সংস্পর্শে এলে সেই পাউডার জ্বলে ওঠে। জেলিনস্কির বক্তব্য, এদিন ফসফরাস বোমায় শিশু ও বয়স্ক সহ অনেকে মারা গিয়েছে।
আরও পড়ুন : China : কাশ্মীর নিয়ে বিতর্কিত মন্তব্যের পরে বৃহস্পতিবারই ভারতে আসছেন চিনের বিদেশমন্ত্রী