শেষ আপডেট: 2nd May 2023 05:49
দ্য ওয়াল ব্যুরো: ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে রবিবার একটা ছবি পোস্ট করা হয় সোশ্যাল মিডিয়ায়। যা নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয় ভারতে। মা কালীর (Goddess Kali) অবমাননাকর ও বিকৃত ছবি পোস্ট করে ভারতীয়দের ভাবাভেগে আঘাত করেছে ইউক্রেন (Ukraine), এই অভিযোগে নেট দুনিয়ায় আলোচনা ক্রমশ উত্তপ্ত হয়ে উঠেছিল। সেই আবহে এবার পিছু উঠল ইউক্রেন। গোটা ঘটনার জন্য ক্ষমা চেয়ে টুইট করেছেন ইউক্রেনের ডেপুটি প্রতিরক্ষা মন্ত্রী এমিন ঝেপার। টুইটে তিনি ক্ষমা চেয়ে নিয়েছেন।
টুইট করে এমিন লেখেন, 'ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রকের একটি টুইটে মা কালীকে বিকৃতভাবে দেখানো হয়েছিল। সেই টুইটের জন্য আমরা ক্ষমাপ্রার্থী।' এখানেই থাকেননি তিনি। টুইটে আরও লেখেন, 'ইউক্রেন ও এদেশের প্রতিটি মানুষ ভারতীয় সংস্কৃতিকে সম্মান করে এবং আমাদের প্রতি ভারতের সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ।'
বিতর্কের সূত্রপাত কী?
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফে টুইট করা একটি 'আর্টওয়ার্ক'কে কেন্দ্র করে শুরু হয় বিতর্ক। সেখানে দেখা যাচ্ছে ঘন কালো মেঘের উপর দিয়ে শিল্পকর্ম করা হয়েছে। একটি নারী শরীর আঁকা হয়েছে ওই মেঘের উপর দিয়ে, যা দেখে হিন্দুদের দেবী মা কালীর মিল পাওয়া যাচ্ছে। সেই নারীর জিভ বের করা, গলায় মুণ্ডুমালা এবং ফুলের মালা। তবে হাতে খাঁড়া বা অসুরের মুণ্ডু নয়। হাতদু’টি জড়ো করে ধরে রাখা আছে পেটের নীচে। সেখানে মেঘটা উড়ন্ত স্কার্টের আকার নিয়েছে। ছবিটির সঙ্গে হলিউড অভিনেত্রী মেরিলিন মনরোর একটি বিখ্যাত ছবিরও মিল খুঁজে পেয়েছিলেন নেটিজেনরা।
সেই ছবিকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় বিতর্ক সৃষ্টি করে। এই ছবিকে অবমাননাকর বলে আখ্যা দেন ভারতীয়রা। কিছুক্ষণ পরে যদিও ওই ছবিটি মুছে দেওয়া হয়। তবে ততক্ষণে অবশ্য ভাইরাল হয়ে যায় সেই টুইটের স্ক্রিনশট। এরপরই ইউক্রেনকে তোপ দাগেন নেটিজেনরা।
মা কালীকে মেরিলিন মনরো সাজিয়েছে ইউক্রেন সরকার! তীব্র আপত্তি জানাল ভারত
এই ছবি হিন্দুদের ধর্মীয় বিশ্বাসকে উপহাস করছে বলে মনে করছেন নেটিজেনদের একাংশ। ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সিনিয়র উপদেষ্টা কাঞ্চন গুপ্তা বলেন, তিনি আরও লেখেন, ‘এটা সারা বিশ্বে হিন্দুদের অনুভূতির উপর আঘাত’। 'ভারতের থেকে সাহায্য চাইতে সম্প্রতি দিল্লিতে এসেছিলেন ইউক্রেনের বিদেশ প্রতিমন্ত্রী। সেই মুখোশের পিছন থেকে ইউক্রেন সরকারের বাস্তব রূপটা বেরিয়ে এসেছে।
উল্লেখ্য, গতবছর জুন-জুলাই মাসে কানাডা নিবাসী ভারতীয় মহিলা চিত্র পরিচালক লীনা মণিমেকালাইয়ের ‘কালী’ ছবির পোস্টার নিয়ে ব্যাপক শোরগোল শুরু হয়েছিল জাতীয় রাজনীতিতে। ইউক্রেনের এই টুইট কালী বিতর্ককেই উস্কে দিয়েছিল।