শেষ আপডেট: 23rd September 2023 07:17
দ্য ওয়াল ব্যুরো: তিনি নিজে ধূমপায়ী নন। তরুণ প্রজন্ম ধোঁয়ার প্রতি আসক্ত হয়ে পড়ুক, তেমনটা চান না তিনি। ধূমপানের ক্ষতির কথা তো আর নতুন করে বলার কিছু নেই। তাই ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক এবার যুক্তরাজ্য জুড়েই সিগারেট কেনাবেচা বন্ধ করার ভাবনাচিন্তা করছেন (UK to ban cigarettes)।
গত বছর নিউজিল্যান্ডে ধূমপান বিরোধিতায় নয়া নিয়ম আনা হয়েছিল। সেই নিয়ম অনুযায়ী ২০০৯ সালের ১ জানুয়ারি কিংবা তারপর জন্মগ্রহণকারী যে কোন ব্যক্তিকে তামাক বিক্রি করা আইনত নিষিদ্ধ। সূত্রের খবর, সুনকও একই পথে এগোনোর কথা ভাবছেন।
ইতিমধ্যেই যে যে পদক্ষেপগুলি নেওয়া হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে, বিনামূল্যে ভ্যাপ কিট (vape kit) বিতরণ করা, গর্ভবতী মহিলারা যাতে ধূমপান ছেড়ে দেন তার জন্য ভাউচার স্কিম আনা, এবং সিগারেটের প্যাকেটে এই বিষয় পরামর্শ থাকা বাধ্যতামূলক করা।
আগামী বছরে নির্বাচনের আগে উপভোক্তাদের জন্য বেশ কিছু পদক্ষেপ নেওয়ার কথা ভেবেছে সুনক (Rishi sunak) সরকার। সিগারেট সংক্রান্ত নীতিগুলি কার্যকর করা সেই পদক্ষেপেরই অংশ। এছাড়া ই-সিগারেটেও লাগাম টানতে চাইছে সরকার। বাচ্চাদের বিনামূল্যের স্যাম্পল হিসেবে ক্ষুদ্র ব্যবসায়ীরা অনেক ক্ষেত্রেই ভ্যাপ বিতরণ করে থাকেন। এই আইনি ফাঁকও জলদি বোজাতে তৎপর সুনক প্রশাসন।
এছাড়া পরিবেশ এবং স্বাস্থ্যের স্বার্থে ২০২৪ সালের মধ্যে একবার ব্যবহারযোগ্য ভ্যাপ বিক্রি নিষিদ্ধ করার জন্য গত জুলাই মাসে ইংল্যান্ড এবং ওয়েলসের কাউন্সিলগুলি পৃথকভাবে সরকারকে আহ্বান জানিয়েছে। সেই আহ্বানে ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ প্রধানমন্ত্রী সায় দেন কিনা, এবং কী কী পদক্ষেপ নেন সেটাই এখন দেখার।