শেষ আপডেট: 24th October 2021 16:24
দ্য ওয়াল ব্যুরো: একাধিক বার স্থগিত হওয়ার পরে ইউজিসি-নেট (UGC-NET) পরীক্ষার দিন ঘোষণা হয়েছে। আগামী ২০ নভেম্বর থেকে শুরু হবে পরীক্ষা। ২০, ২১, ২২, ২৩, ২৪, ২৫, ২৬, ২৯, ৩০ ও ডিসেম্বরের ১ থেকে ৫ তারিখ অবধি হবে পরীক্ষা। ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা (NTA)-এর সিদ্ধান্তে ২০২০ সালের ডিসেম্বর ও ২০২১ সালের জুনের পরীক্ষার দিন বদল করা হয়েছিল একাধিক বার। আগের ঘোষণা অনুযায়ী ইউজিসি-নেট পরীক্ষা হওয়ার কথা ছিল ৬-১১ অক্টোবর। যদিও ১০ অক্টোবর কিছু বড় পরীক্ষার সঙ্গে সঙ্গে একই দিনে পড়ে যায় এই পরীক্ষা। যার ফলে দিন বদলাতে বাধ্য হয় ন্যাশনাল টেস্টিং এজেন্সি। আগে কোভিডের জন্য পিছিয়ে দেওয়া হয়েছিল এই পরীক্ষা। ৩৪ বছরে হার্ট অ্যাটাক, ৪২ কেজি ওজন কমানো! প্রসন্নর ফিটনেস-যাত্রা যেন রূপকথা পরীক্ষার্থীরা চাইলে ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) অফিসিয়াল ওয়েবসাইট ugcnet.nta.nic.in-এ গিয়ে পরীক্ষায় বসার জন্য আবেদন করতে পারবেন। সেখানে আরও তথ্যও রয়েছে এই পরীক্ষা সম্পর্কিত। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য পরীক্ষার্থীদের ন্যূনতম ৪০ শতাংশ নম্বর পেতে হবে। তবেই জুনিয়র রিসার্চ ফেলোশিপ পাবেন উত্তীর্ণরা। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে পড়ানোরও সুযোগ পাবেন। ইউজিসি নেট পরীক্ষার প্যাটার্ন হবে অবজেকটিভ টাইপ, প্রতি সাবজেক্টের দুটি করে পেপার থাকবে। প্রথম পেপারে ৫০টি এমসিকিউ প্রশ্ন থাকবে, দ্বিতীয় পেপারে ১০০টি। প্রতিটি প্রশ্নের মান ২ করে। ভুল উত্তর দিলেও নেগেটিভ মার্কিং হবে না। প্রতিটি পেপার ৩ ঘণ্টায় শেষ করতে হবে। কীভাবে করতে হবে আবেদন ?