শেষ আপডেট: 25th September 2023 16:23
দ্য ওয়াল ব্যুরো: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) ছাত্র মৃত্যুর ঘটনার পরই উঠেছে র্যাগিংয়ের অভিযোগ। অভিযোগ উঠেছিল, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি-র (UGC) র্যাগিং বিরোধী গাইডলাইন (Anti Ragging Guideline) মানা হয়েছিল কিনা সেটা নিয়েও। এদিন ইউজিসির কথায় সেই অভিযোগে সিলমোহর পড়ল। সূত্রের খবর, কেন ইউজিসি-র বেঁধে দেওয়া র্যাগিং বিরোধী ৯টি গাইডলাইন মানা হয়নি, তার ব্যাখ্যা চেয়ে পাঠানো হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে। ১৫ দিনের মধ্যে সেই উত্তর দিতে হবে যাদবপুরকে।
গত ৯ অগস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলের এ২ ব্লকের তিনতলা থেকে পড়ে মৃত্যু হয় প্রথম বর্ষের এক ছাত্রের। কীভাবে মৃত্যু হল, সে নিয়ে তদন্ত করছে পুলিশ। এই ঘটনার পরই ক্যাম্পাস ও হস্টেলে নিরাপত্তার বিষয়টি সামনে এসেছে। কেন নামকরা এই বিশ্ববিদ্যালয়ে সিসি ক্যামেরা নেই, সে নিয়েও প্রশ্ন ওঠে। এমনকী কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগও উঠেছে।
সেখানেই উল্লেখ করা হয়, ইউজিসি-র র্যাগিং বিরোধী গাইডলাইন মানা হয়নি। আগামীতে এই নিয়মগুলি মানতে বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা কী, কবে এবং কীভাবে কার্যকর করা হবে, তাও জানতে চেয়েছে ইউজিসি।
ইউজিসির রিপোর্ট তলব প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য বুদ্ধদেব সাউ বলেন, 'ইউজিসি ১৫ দিনের মধ্যে রিপোর্ট দিতে বলেছে।' এরপরই তিনি বলেন যে, বিশ্ববিদ্যালয়ে অনেক ঝামেলা আছে। কিছুতেই একমতে পৌঁছন যাচ্ছে না। এতদিনে অনেকটাই এগনো যেত, কিন্তু কিছুই হচ্ছে না।
আরও পড়ুন: গাড়ির আওয়াজে শান্তিভঙ্গ হয়, রাস্তা ফেরত চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠালেন বিশ্বভারতীর উপাচার্য!