শেষ আপডেট: 15th December 2023 14:00
দ্য ওয়াল ব্যুরো: রাস্তায় বেরোলে এখন অটো, রিক্সার মতোই অনেকেরই ভরসার বাহন অ্যাপ ক্যাব। দিনের যে কোনও সময় যাতায়াতের একমাত্র সহায়। এবার কলকাতায় চালু হতে চলেছে উবারের শাটল বাস। গাড়ি, বাইকের পর এবার অ্যাপ বাস পরিষেবাও পেতে চলেছে কলকাতার মানুষ। 'উবার শাটল' নামের এই বাস আপাতত চলবে কলকাতার তিনটি রুটে। সম্প্রতি সংস্থার তরফ থেকে এই কথা জানানো হয় তাঁদের সোশ্যাল মিডিয়া পেজে।
সূত্রের খবর, এই রাজ্যের পরিবহণ বিভাগের সঙ্গে উবারের একটি চুক্তিও হয়েছে এই বিষয়ে। এমনকি উবার অ্যাপেও দেখা যাচ্ছে এই শাটল বাস বিভাগের একটা আলাদা জায়গা। অ্যাপে গিয়ে শাটল বাস বিভাগে ক্লিক করলেই জানতে পারবেন সমস্ত পরিষেবার খুঁটিনাটি। সেখান থেকেই দেখে নিতে পারবেন এখন কোন কোন রুটে চলবে এই উবার শাটল।
আপাতত রানিকুঠি থেকে নিউ টাউন, ব্যারাকপুর থেকে নিউ টাউন এবং জোকা থেকে নিউ টাউন রুটে এই উবার শাটল বাস চালু করা হয়েছে। সকাল ৬ টা থেকে রাত ১০ টা পর্যন্ত এই পরিষেবা পাবেন যাত্রীরা। আগে থেকেই অ্যাপের মাধ্যমে বাসের সিট বুক করতে হবে যাত্রীদের। সূত্রের খবর আগামী বছর আরও কয়েকটি রুটে উবার তাদের বাস পরিষেবা বাড়াতে চলেছে। অফিস যাত্রীদের কথা মাথায় রেখে আপাতত নিউ টাউন পর্যন্ত চালু করা হয়েছে এই বাস।
তবে নির্দিষ্টভাবে বাসের ভাড়া এখনও জানা না গেলেও অ্যাপ থেকে বাস ছাড়ার সময়, বাস কোথায় আছে এবং কোন রুটে যাচ্ছে এই সমস্তটাই জানা যাবে।