দ্য ওয়াল ব্যুরো: সংযুক্ত আরব আমিরশাহীর দেশগুলিতে এতদিন ছুটির দিন হিসেবে বরাদ্দ ছিল শুক্র ও শনিবার। সমস্ত ইসলাম দেশেই শুক্রবারটা ছুটির দিন হিসেবেই সাব্যস্ত। ভারতের পড়শি বাংলাদেশেও তাই। কিন্তু এবার সেই প্রথা ভেঙে, সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শনি ও রবিবারকে সপ্তাহান্তের ছুটির দিন হিসেবে ঠিক করা হল আরব আমিরশাহীতে।
শুধু তাই নয়, এবার থেকে কাজের সময়ও কমানো হল সে দেশে। সপ্তাহে পাঁচ দিনের বদলে এ বার সাড়ে চার দিন কাজ করলেই হবে। কারণ শুক্রবারটা থাকছে হাফ ডে। সঙ্গে শনি-রবি ছুটি। সরকারি কর্মীদের জন্য এমনই নতুন নিয়ম আনছে সংযুক্ত আরব আমিরশাহি।
এই সিদ্ধান্তের ফলে অনেকেই বলছেন, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে যেমন শনি-রবি ছুটির দিন হল ইউএই-তে, তেমনই আবার গোটা বিশ্বে যেখানে সরকারি কর্মীদের সপ্তাহে পাঁচ দিন কাজ করতে হয়, সেখানে তার উল্টো পথে হেঁটে কর্মীদের কাজের সময়ও কমানোর সিদ্ধান্ত নিয়েছে আমিরশাহি।
আজ, মঙ্গলবার এ বিষয়ে আমিরশাহি সরকার বিবৃতি জারি করে জানিয়েছে, ২০২২ সালের ১ জানুয়ারি থেকেই এই নতুন নিয়ম কার্যকর হবে।
নতুন কাজের সময় তাহলে কেমন হবে?
জানা গেছে, সোম থেকে বৃহস্পতিবার ৮ ঘণ্টা করে কাজ করতে হবে। সরকারি ভাবে সে কাজের সময় হল, সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৩টে। এর পরে শুক্রবার সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কাজ করলেই হবে কর্মীদের। শনি আর রবি থাকছে ছুটি।
সরকারি সূত্রের খবর, সরকারি কর্মীদের কাজের জীবনের পাশাপাশি যাতে পারিবারিক ও সামাজিক জীবনও ভাল থাকে, সেই চিন্তাই করা হয়েছে। এতে তাঁদের কাজের মানও আরও ভাল হবে। সব দিক থেকে একটা সুষ্ঠু পরিবেশ বজায় থাকবে। কর্মীরা তাঁদের কর্মজীবন এবং সামাজিক জীবন দুটোই ঠিক ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।