শেষ আপডেট: 8th March 2025 10:19
দ্য ওয়াল ব্যুরো: শুক্রবারই মালদহে এক লরি চালককে অকথ্য অত্যাচারের অভিযোগ উঠেছিল তিনজন সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। এবার পুলিশের পরিচয় দিয়ে ব্যারাকপুরে ব্যবসায়ীদের কাছ থেকে ছিনতাইয়ের অভিযোগ উঠল দুই তৃণমূল কর্মীর বিরুদ্ধে।
শুক্রবারের ওই ঘটনায় ব্যারাকপুরজুড়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। যদিও অভিযোগ আসা মাত্রই অভিযুক্ত দুই তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
ধৃত সায়ন হালদার ও সুগত বিশ্বাসকে শনিবার আদালতে হাজির করিয়ে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ। এ ব্যাপারে অবশ্য তৃণমূলের স্থানীয় নেতারা কোনও মন্তব্য করতে চাননি।
স্থানীয় সূত্রের খবর, শুক্রবার নিউ ব্যারাকপুরের পুরসভার কাছে ৮ নম্বর রেল গেটে এক মাছ বিক্রেতাকে আটকে জোর করে মাছ ছিনিয়ে নেয় অভিযুক্ত দুই তৃণমূল কর্মী। পরে এক সবজি বিক্রেতাকে আটকে তার কাছ থেকে সাড়ে ছ'হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। দুই ব্যবসায়ীকে মারধরও করে অভিযুক্তরা। সিসিটিভি ক্যামেরায় মারধরের সেই ফুটেজ ধরাও পড়েছে। যা সামনে আসতেই গোটা ঘটনা ঘিরে শোরগোল তৈরি হয়েছে।