শেষ আপডেট: 28th November 2024 20:48
দ্য ওয়াল ব্যুরো: সরকারি চাকরির আকাল। একথাটা সর্বত্র শোনা যায়!
এমন আবহে উচ্চ প্রাথমিকের প্রথম পর্যায়ের কাউন্সেলিং প্রক্রিয়ায় হাজিরই হলেন না ২ হাজার ৬৯ জন পরীক্ষার্থী। ফলে সংশ্লিষ্ট পদগুলি শিক্ষক নিয়োগের জন্য শীঘ্রই শুরু হবে দ্বিতীয় পর্যায়ের কাউন্সেলিং।
স্কুল সার্ভিস কমিশন সূত্রে বলছে, মেধাতালিকায় থাকা ৮ হাজার ৭৪৯ জনকে কাউন্সেলিংয়ের জন্য ডাকা হয়েছিল। চাকরির সুপারিশপত্র গ্রহণ করেছেন ৬ হাজার ৬৮০ জন। অনুপস্থিত ছিলেন ২ হাজার ৬৯ জন। শতাংশের হিসেবে প্রায় ২৪ শতাংশ।
বিষয়টি প্রকাশ্যে আসতে মেধাতালিকায় থাকা বাকিদের মধ্যে থেকে দ্রুত দ্বিতীয় পর্যায়ের কাউন্সেলিংয়ের জন্য দাবি জানিয়েছেন চাকরিপ্রার্থীরা। এ ব্যাপারে স্কুল সার্ভিস কমিশনের সভাপতি সিদ্ধার্থ মজুমদার বলেন, "প্রথম দফার কাউন্সেলিং সুষ্টভাবে সম্পন্ন হয়েছে। তবে ২ হাজার ৬৯ জন সুপারিশ পত্র গ্রহণ করেননি। সংশ্লিষ্ট পদ গুলি পূরণের জন্য শীঘ্রই দ্বিতীয় পর্যায়ের কাউন্সেলিং শুরু হবে।"
প্রসঙ্গত, গত বুধবারই উচ্চ প্রাথমিকের প্রথম পর্যায়ের কাউন্সেলিং শেষ হয়েছে। তারপরই সামনে এসেছে ওই ২৪ শতাংশের তথ্য।