শেষ আপডেট: 16th April 2025 15:18
দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: ফের খবরে সামশেরগঞ্জ! তালতলা এলাকায় খেলতে গিয়ে বোমা ফেটে আহত হল দুই কিশোর! তাদের জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার সকালে মুর্শিদাবাদের সামসেরগঞ্জ থানার উত্তর মোহাম্মদপুরে মাঠে খেলতে গিয়েছিল ওই দুই কিশোর। মাঠের মধ্যে রাখা ছিল জার ভর্তি বোমা। বল ভেবে খেলতে গিয়েই বাঁধে বিপত্তি। বোমা ফেটে আহত হয় দুই শিশু।
গুরুতর আহত অবস্থায় দুই শিশুকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কারা কী উদ্দেশে এই বোমাগুলি রেখেছিল তা খতিয়ে দেখছে সামশেরগঞ্জ থানার পুলিশ। পুলিশ জানিয়েছে আহতের নাম মেজা রহমান ও আব্দুল আজিত রহমান। মেজার বয়স ১২ বছর ও আব্দুল আজিজের বয়স ১৪ বছর। শামসেরগঞ্জের তালতলা সাহেবনগর এলাকায় তাদের বাড়ি।
ওয়াকফ সংশোধনী বিল বাতিলের দাবিতে গত কয়েকদিন ধরে অশান্তি চলে মুর্শিদাবাদে। অবাধে চলে ভাঙচুর-লুঠপাট-মারধর। মৃত্যু হয় তিনজনের। জখম বহু। অবস্থা নিয়ন্ত্রণে আনতে বিএসএফের টহলদারি চলছে এখনও। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে। এরইমধ্যে বোমা ফেটে দুই কিশোরের মৃত্যুর ঘটনায় নতুন করে আলোড়ন পড়ল।