শেষ আপডেট: 14th January 2025 19:18
দ্য ওয়াল ব্যুরো: রবিবার রাতে বন দফতরের ছাগলের টোপে রয়্যাল বেঙ্গল টাইগার খাঁচাবন্দি হতেই খুশির ঝিলিক দেখা গিয়েছিল গ্রামবাসীদের চোখে, মুখে। বাঘ দেখতে মধ্যরাতেও মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।
কিন্তু তখনও কে জানতো, আবার বাঘের আগমন ঘটবে মৈপীঠে! স্থানীয় সূত্রের খবর, সোমবার রাতে ফের বাঘের দেখা মিলেছে মৈপীঠে। যার জেরে নতুন করে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এলাকার বাসিন্দাদের মধ্যে।
স্থানীয় সূত্রের খবর, সোমবার বিকালে মৈপীঠ কোস্টাল থানার গুড়গুড়িয়া ভুবনেশ্বরী গ্রাম পঞ্চায়েতের গড়েরচক এলাকায় নতুন করে বাঘের দেখা মিলেছে। বাসিন্দাদের দাবি, নতুন করে একটি গরুর মৃত্যু হয়েছে। এরপর থেকেই নতুন করে বাঘের আতঙ্ক ছড়িয়েছে।
জানা যাচ্ছে, গত ৬ জানুয়ারি মৈপীঠের কিশোরীমোহনপুর শ্রীকান্তপল্লিতে প্রথম বাঘের পায়ের ছাপ দেখা গিয়েছিল। পরের দিন দক্ষিণ বৈকুণ্ঠপুরে। এরপরই উত্তর বৈকুণ্ঠপুর। একদিনের ব্যবধানে ৯ জানুয়ারি নগেনাবাদ। ১২ জানুয়ারি বৈকুণ্ঠপুরে একেবারে গঙ্গার ঘাটে বাঘের পায়ের ছাপ।
সব মিলিয়ে রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল মৈপীঠের বাসিন্দাদের মধ্যে। বেশ কয়েকটি গবাদি পশুও বাঘের আক্রমণের শিকার হয়। এরপরই মৈপীঠের বৈকুণ্ঠপুরে গঙ্গার ঘাটে বাঘের পায়ের টাটকা ছাপের সূত্র ধরে সংলগ্ন জঙ্গল খাঁচা দিয়ে ঘিরেছিলেন বনকর্মীরা। টোপ হিসেবে রাখা হয়েছিল ছাগল। রবিবার রাত ১১টা নাগাদ সেই টোপেই পা দিয়ে খাঁচাবন্দি রয়্যাল বেঙ্গল টাইগার।
তখনই গ্রামবাসীদের একাংশ সন্দেহ প্রকাশ করেছিলেন, যে একটি নয়, দুটি বাঘ থাকতে পারে। বাসিন্দাদের সেই আশঙ্কায় এবার সত্যি হল বলে মনে করা হচ্ছে।
যদিও বন দফতরের তরফে জানানো হয়েছে, এখনও বাঘের দেখা মেলেনি। তবে স্থানীয় সূত্রের দাবি মেনে নতুন করে এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে।
বস্তুত, সাম্প্রতিক অতীতে এলাকায় একাধিকবার বাঘ ঢুকে পড়ায় আতঙ্কিত বাসিন্দারা। রাজ্যের আর এক প্রান্ত জঙ্গলমহলেও নতুন করে বাঘের আতঙ্ক তৈরি হয়েছে। গত ২০ ডিসেম্বর থেকে টানা ১০ দিন বেলপাহাড়ি, পুরুলিয়া, বাঁকুড়ার জঙ্গল দাপিয়ে বেরিয়েছিল বাঘিনি জিনাত। এবার সেখানে জিনাতের সঙ্গীর দেখা মিলেছে বলে দাবি গ্রামবাসীদের একাংশের। বাঘকে বাগে আনতে তৎপর বন দফতরও। তবে বেলপাহাড়ি-পুরুলিয়ায় এখনও জিনাতের সঙ্গীকে পাকড়াও করতে পারেনি বন দফতর।