শেষ আপডেট: 18th September 2023 15:35
দ্য ওয়াল: এ বলে আমায় দেখ, তো ও বলে আমায়! যেন কুস্তির লড়াই! আইনরক্ষার পরিবর্তে ঘুষ নেওয়ার অভিযোগকে কেন্দ্র করে প্রকাশ্যে মারপিটে জড়ালেন দুই পুলিশ কর্মী (Two policemen got into a ugly fight in bihar nalanda)! দেদার চলল কিল, ঘুষি! সাকুল্যে ১ মিনিট ১ সেকেন্ডের ওই ভিডিও ইতিমধ্যে ভাইরাল নেট দুনিয়ায়। ঘটনাটি বিহারের নালন্দার।
এভাবে পুলিশে-পুলিশে মারপিটের ঘটনা সামনে আসায় কড়া প্রতিক্রিয়া তৈরি হয়েছে নেট মাধ্যমে। একাংশের দাবি, শুধু সাসপেন্ড করলে হবে না, এমন ঘটনার পুনরাবৃত্তি রুখতে হলে অভিযুক্ত দু’জন পুলিশ কর্মীকেই চাকরি থেকে বরখাস্ত করতে হবে। অন্যদের মতে, এঘটনা থেকে শিক্ষা নিয়ে বিহারের পুলিশের উচিত শৃঙ্খলাপরায়ণ হয়ে ওঠা।
জানা গিয়েছে, বিহারের নালন্দা এলাকায় রাস্তার ধারে উর্দি পরে দাঁড়িয়ে থাকা মধ্য বয়সী দুই পুলিশ কর্মী আচমকা বচসা থেকে মারামারিতে জড়িয়ে পড়েন। রীতিমতো দু’জন দু’জনকে লক্ষ্য করে এলোপাথারি কিল, ঘুষি চালাতে থাকেন। ভাইরাল হওয়া ভিডিওয় একজন পুলিশ কর্মীকে দৌড়ে গাড়ির দিকে এগিয়ে যেতে দেখা যায়। দরজা খুলে গাড়ি থেকে লাঠি বের করে অপরজনকে ঘায়েল করার চেষ্টা করেন। হাত দিয়ে লাঠি ধরে পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন অপর পুলিশ কর্মী।
প্রকাশ্যে দুই পুলিশ কর্মীর এমন মারপিটকে ঘিরে এলাকায় রীতিমতো ভিড় জমে যায়। পরে উপস্থিত জনতা রণংদেহী দুই পুলিশ কর্মীকে শান্ত করেন বলে খবর। ভিড়ের মধ্যে থেকে কে বা কারা পুলিশে পুলিশে মারধরের ভিডিও সোশ্যাল সাইটে আপলোড করে। মুহুর্তেই তা ভাইরাল। পুলিশের এমন গুন্ডামি নিয়ে স্বভাবতই সমালোচনার ঝড় নেট মাধ্যমে।
আরও পড়ুন: ভেস্তে গেল দুয়ারে সরকার শিবির, নেতার বিরুদ্ধে 'দাদাগিরি'র অভিযোগ