শেষ আপডেট: 15th January 2025 18:08
দ্য ওয়াল ব্যুরো: ইসলামপুর আদালত থেকে রায়গঞ্জে ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল দুই আসামিকে। মাঝ রাস্তায় আচমকা চলল গুলি! এই ঘটনায় আহত হয়েছেন দুই পুলিশকর্মী। উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের পাঞ্জিপাড়ায় এই গুলি চালানোর ঘটনা ঘটেছে। কে বা কারা গুলি চালিয়েছে তা এখনও স্পষ্ট নয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রায়গঞ্জ ফেরার সময়ে মাঝ রাস্তায় আসামি বাথরুমে যেতে চেয়েছিল। তাই পুলিশের গাড়ি দাঁড়িয়েছিল। গাড়ি থেকে পুলিশ নামতেই তাঁদের ওপর হামলা হয়। দুই পুলিশকর্মীর মধ্যে একজনের দুটি গুলি লেগেছে, অন্যজনের একটি। আর এই ঘটনায় সাজ্জাদ আলম বলে এক আসামি পালিয়ে গেছে বলে জানা গেছে। যদিও পুলিশ এ ব্যাপারে কোনও প্রতিক্রিয়া দেয়নি। গুলিবিদ্ধ দুই পুলিশকর্মীর নাম নীলকান্ত সরকার ও দেবেন বৈশ্য বলে খবর।
আসামিরা নিজে পুলিশের বন্দুক কেড়ে নিয়ে গুলি চালিয়েছে নাকি তাদের কাছে আগে থেকে অস্ত্র ছিল, তা স্পষ্ট নয়। আবার এও সন্দেহ, আসামি ছিনতাই করতেই অন্য দুষ্কৃতীরা গুলি চালিয়েছে! ইতিমধ্যে গুলিবিদ্ধ পুলিশকর্মীদের ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১২ দিন আগে মালদহের ইংরেজ বাজারে তৃণমূল নেতা দুলাল সরকারকে খুন করেছিল আততায়ীরা। এরপর গত মঙ্গলবার সকালে মালদহেই তৃণমূল নেতা বকুল শেখ খুন হন। তারপর বুধবার আবার এই শুটআউটের ঘটনা। পর পর খুনের ঘটনায় প্রশ্নের মুখে পড়ছে পুলিশের ভূমিকা। একই সঙ্গে সাধারণ মানুষও ব্যাপক আতঙ্কিত।